Wednesday, November 12, 2025

দক্ষিণেশ্বরে এবার শ্রীরামকৃষ্ণ মন্দির! ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রেসিডেন্ট মহারাজ

Date:

ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের (Sri Ramakrishna Paramhangsha) দর্শন পেতে এবার বেলুড় মঠের পাশাপাশি দক্ষিণেশ্বরেই (Dakshineswar)যেতে পারবেন ঠাকুর ভক্তরা। ভবতারিণীর কোলেই এবার শ্রীরামকৃষ্ণ মন্দির (Sri Ramakrishna Temple) তৈরি হতে চলেছে। আজ বুধবার সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ (Swami Smarananda Maharaj)। কামারপুকুর থেকে গদাই দক্ষিণেশ্বরে এসে যেন ভবতারিণীকে জীবন্ত করে তুলেছিলেন। অথচ সেই মাটিতেই কেন ঠাকুরের কোনও মন্দির নেই তা নিয়ে ভক্তরা বারবার প্রশ্ন তুলেছেন। কলকাতায় শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর স্মৃতিধন্য বিভিন্ন স্থান রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrishna Math and Ramakrishna Mission)হাতে এলেও, এতদিন শ্রীরামকৃষ্ণের কর্মভূমি দক্ষিণেশ্বরে (Dakshineswar)তাদের কোনও শাখা ছিল না। এবার সেই আক্ষেপ মিটল। আবেগে ভাসছেন শ্রীরামকৃষ্ণ ভক্তজনেরা।

শ্রীরামকৃষ্ণ তাঁর ভক্তদের কাছে ঠাকুর নামেই পরিচিত। দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় আগমন গদাধর চট্টোপাধ্যায়ের। দাদার সূত্রেই দক্ষিণেশ্বরে পৌরোহিত্যের কাজে যুক্ত হন তিনি। সাধারণ মানুষকে চৈতন্যলোকের খোঁজ দিয়েছিলেন ঠাকুর। তিনি সাধন পথের ৩০ বছর কাটিয়েছেন যে দক্ষিণেশ্বরে, সেখানে এবার শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে খুশি মঠের সন্ন্যাসীরাও। এদিনের অনুষ্ঠানের সাক্ষী থাকতে সমবেত হয়েছিলেন বহু ভক্ত। সকালে বিশেষ পুজোর পর ছিল ধর্মসভা। এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, ঠাকুরের স্পর্শ পাওয়া দক্ষিণেশ্বরের পাশাপাশি আলমবাজার মঠও বেলুড় মঠ কর্তৃপক্ষ নিজেদের মতো করে আরাধ্য দেবতার ভাবধারায় পরিচালিত । এর ফলে রামকৃষ্ণ মঠ ও মিশন গড়ে ওঠার যাত্রাপথের একটি বৃত্ত সম্পন্ন হল।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version