Saturday, December 6, 2025

স্কুলে ‘ছেলেধরা’! গু.জব নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে স্কুলে শিশুকে পাঠিয়ে আর নিশ্চিন্তে থাকতে পারছেন না অভিভাবকরা। সম্প্রতি অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি অডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে। সেখানে এক অভিভাবিকা দাবি করছেন, তাঁর সন্তানকে পরিবারের লোকজনের কথা বলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। প্রথমে সল্টলেকের এক স্কুলের অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই অডিয়ো ক্লিপ ফরওয়ার্ড হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকরা। শিশু সাহিত্য উৎসবের উদ্বোধনে গিয়ে এই নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে, এই বিষয়ে সরকার যথেষ্ট সচেতন আছে। প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে।

বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আর নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারছেন না মা বাবারা। প্রতি মুহূর্তে উৎকণ্ঠা কাজ করছে মনের মধ্যে। যদিও ভাইরাল অডিও ক্লিপ আসলে কোন স্কুলের পড়ুয়ার অভিভাবিকা পাঠিয়েছেন সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “খুবই খারাপ ঘটনা। উপযুক্ত রিপোর্ট পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। জেলা থেকে যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে রিপোর্ট এলে সঙ্গে সঙ্গে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” শুধু সল্টলেক নয় লিলুয়ার এক নামী ইংরেজি মিডিয়াম স্কুলেও এই একই আতঙ্ক ছড়িয়েছে। সেখানেও যে পড়ুয়ার সঙ্গে এমন ঘটনা বলে দাবি করা হচ্ছে সেই নামে কাউকে পাওয়া যায়নি। স্কুল কর্তৃপক্ষের তরফে অযথা আতঙ্কিত না হওয়ার কথা বারবার বলা হয়েছে।

spot_img

Related articles

সংহতি দিবসে সোশ্যাল মিডিয়ায় একতার বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর 

সাম্প্রদায়িকতার আগুনে জ্বলছে দেশ, সম্প্রীতির মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলা থেকে লড়াইয়ের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।বাবরি মসজিদ...

কোচবিহারে তৃণমূলের মিছিলে আচমকা হামলা, অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে

কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের (TMC ) মিছিলে হামলা, অভিযোগের আঙুল বিজেপির (BJP)...

উত্তরপ্রদেশের বাসিন্দা অমিতাভ! এসআইআর বিভ্রাটের শিকার খোদ বিগ-বি

ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া (special intensive revision) চলছে দেশের বিভিন্ন রাজ্যের। আরে সেই রিভিশন পর্বেই উঠে এল...

শীতের কামড় কলকাতায়! শনির সকালে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট 

উইকেন্ডে ভরপুর শীতের (Winter) আমেজ। এক ধাক্কায় পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে। শনির সকালে কলকাতার তাপমাত্রায় দিনটিকে মরশুমের...