Monday, August 25, 2025

স্কুলে ‘ছেলেধরা’! গু.জব নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে স্কুলে শিশুকে পাঠিয়ে আর নিশ্চিন্তে থাকতে পারছেন না অভিভাবকরা। সম্প্রতি অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি অডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে। সেখানে এক অভিভাবিকা দাবি করছেন, তাঁর সন্তানকে পরিবারের লোকজনের কথা বলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। প্রথমে সল্টলেকের এক স্কুলের অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই অডিয়ো ক্লিপ ফরওয়ার্ড হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকরা। শিশু সাহিত্য উৎসবের উদ্বোধনে গিয়ে এই নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে, এই বিষয়ে সরকার যথেষ্ট সচেতন আছে। প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে।

বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আর নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারছেন না মা বাবারা। প্রতি মুহূর্তে উৎকণ্ঠা কাজ করছে মনের মধ্যে। যদিও ভাইরাল অডিও ক্লিপ আসলে কোন স্কুলের পড়ুয়ার অভিভাবিকা পাঠিয়েছেন সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “খুবই খারাপ ঘটনা। উপযুক্ত রিপোর্ট পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। জেলা থেকে যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে রিপোর্ট এলে সঙ্গে সঙ্গে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” শুধু সল্টলেক নয় লিলুয়ার এক নামী ইংরেজি মিডিয়াম স্কুলেও এই একই আতঙ্ক ছড়িয়েছে। সেখানেও যে পড়ুয়ার সঙ্গে এমন ঘটনা বলে দাবি করা হচ্ছে সেই নামে কাউকে পাওয়া যায়নি। স্কুল কর্তৃপক্ষের তরফে অযথা আতঙ্কিত না হওয়ার কথা বারবার বলা হয়েছে।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...