ছবির শ্যুটিং করতে গিয়ে উঠে এল পাইথন! ভয়ে তঠস্থ বিশ্বনাথ, নির্ভয়ে দেব-সোহম?

‘প্রধান’ ছবির শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে রয়েছেন টলি অভিনেতা সোহম চক্রবর্তী। এই মুহূর্তে ছবির শ্যুটিং চলছে সেখানে। এরইমধ্যে ঘটে গেল সাংঘাতিক এক কাণ্ড! যা নিয়ে হুলুস্তূল কাণ্ড পড়ে যায় হোটেলে। মারাত্মক সেই ঘটনার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেন অভিনেতা সোহম চক্রবর্তী। ঘটনার বর্ণ্না দেন অভিনেতা বিশ্বনাথ বসুও।জানেন কী হয়েছিল?

আরও পড়ুনঃ ফ্লোরিডায় ১১৮ কোটি টাকায় নতুন বাড়ি কিনলেন মেসি
ছবির শ্যুটিং করতে উত্তরবঙ্গের একটি প্রসিদ্ধ হোটেলে রয়েছেন দেব, বিশ্বনাথ, সোহম ছাড়াও ইউনিটের সদ্যরা। কিন্তু বৃহস্পতিবার সকালে যখন সবে চায়ের কাপে চুমুক দিতে যাবেন, তখনই হোটেলের নীচে একটি বিশালাকার সাপ দেখে আঁতকে ওঠেন টলিপাড়ার অনেকেই। ইউনিটের সদস্যদের চিৎকারে সকলে নীচে এসে দেখেন, বনদফতরের কর্মীরা প্রকাণ্ড একটি সাপকে উদ্ধার করেছেন। জানা গেছে,সাপটির নাম ইন্ডিয়ান রক পাইথন।
পাইথনটিকে দেখে ভয়ে জড়সড়ো হননি অভিনেতা সোহম চক্রবর্তী। অজগরটিকে হাতে নিয়ে ছবি তুলেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সোহম লেখেন, ‘‘সুপ্রভাত। আজকের সকালের প্রধান আকর্ষণ!’’
এদিকে,পাইথনটির একটি ছবি-সহ সমাজমাধ্যমে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বিশ্বনাথ বসু। তিনি বলেন, ‘‘যা দেখলাম, সেটা শুধু চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখা যায়।’’ অনেকেই অভিনেতাকে সাপটির সঙ্গে ছবি তুলতে অনুরোধ করেন। কিন্তু বিশ্বনাথ জানান, তাঁর সাহসে কুলোয়নি। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। বিশ্বনাথ মজা করে দেব প্রসঙ্গে বলেছেন, ‘‘দূরে ‘চাঁদের পাহাড়’-এর শঙ্কর নির্ভয়।’’

Previous articleশরীরচর্চার অভ্যাসের পরিবর্তন নেই: মাদ্রিদেও মর্নিংওয়াক মুখ্যমন্ত্রীর, বাজালেন অ্যাকোর্ডিয়ান
Next articleভিয়েতনামের বহুতলে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! ম.র্মান্তিক পরিণতি ৩ শিশু সহ ৫৬ জনের