সরকারি কাজের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের গুরুত্ব বাড়াল কেন্দ্র!

আগামী মাস থেকেই দেশে চালু হচ্ছে নয়া নিয়ম। এবার থেকে যে কোনও সরকারি কাজের ক্ষেত্রে(Government Official Purpose) একমাত্র নথি হবে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট (Birth Certificate)। অক্টোবরের পয়লা তারিখ থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে।

গত বাদল অধিবেশনেই সংসদে জন্ম ও মৃত্যু নথিবদ্ধকরণ বিল পাশ করায় মোদি সরকার। এবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সমস্ত কাজে এটিই একমাত্র নথি হিসেবে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ আগামী মাস থেকে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে ভোটার তালিকা তৈরি করা, ড্রাইভিং লাইসেন্স থেকে বিয়ের রেজিস্ট্রেশন এমনকি সরকারি চাকরির সব ক্ষেত্রেই জন্ম শংসাপত্রকে একমাত্র নথি হিসেবে গ্রহণ করা হবে।

Previous articleবাংলাদেশের বিরুদ্ধে নামার আগে স্বস্তি ভারতীয় দলে, অনুশীলনে এই তারকা ব‍্যাটার
Next articleভারতের স্বাধীনতা ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি, বন্ধ হচ্ছে ইন্ডিয়া ক্লাব