কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেই শুধু স্পেন আসবে না, এবার কলকাতাও যাবে মাদ্রিদের বইমেলায় (Book Fair)। বৃহস্পতিবার বিকেলে কলকাতা (Kolkata) পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সঙ্গে মউস্বাক্ষর হল মাদ্রিদের প্রকাশক গিল্ডের।

স্পেনের (Spain) রাজধানী মাদ্রিদে তখন বেলা পড়ে আসছে। গরম না হলেও বাইরে ঠান্ডা তেমন নেই। তবে সৌহার্দ্যের উষ্ণতা ছড়িয়ে থাকল দুই দেশের দুই শহরের প্রকাশকদের বৈঠকে। প্রায় প্রতিবারই স্পেন আসে কলকাতা বইমেলায়। থিম হয়েছে এই ইউরোপীয় দেশটি। তাদের সঙ্গেই প্রকাশনার ক্ষেত্রে আদান-প্রদান বাড়াতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই এবার তাঁর সফরসঙ্গী ছিলেন কলকাতার বুক সেলার্স গিল্ডের দুই কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় ও সুধাংশুশেখর দে। পূর্ব-নির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার বিকেলে দুই দেশের প্রকাশনা সংস্থার কর্তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় এবার থেকে মাদ্রিদ বইমেলাতেও (Book Fair) স্টল দেবে কলকাতার প্রকাশনা সংস্থাগুলি। তবে শুধুমাত্র বইমেলার সময়ই নয়, সারা বছর ধরেই বই প্রকাশনা এবং লেখালেখির ক্ষেত্রে নানা আদান-প্রদান চলবে। যেমন সে দেশ থেকে আগ্রহীরা আসবেন আমাদের এখানে। আবার বাংলা থেকেও মাদ্রিদে যাবেন প্রকাশকরা। এভাবেই বই-বন্ধুত্ব দৃঢ় হবে দুই ভাষার সাহিত্যচর্চা ও প্রকাশনের জগতে।
