Friday, May 9, 2025

স্ক্রা*ব টা*ইফাস নিয়ে আ*তঙ্কে ওড়িশা,মৃ*ত ৫

Date:

Share post:

ওড়িশায় স্ক্রাব টাইফাসের আতঙ্ক ছড়িয়েছে।এখনও পর্যন্ত আক্রান্ত হয়ে অন্তত পাঁচ জন মারা গিয়েছে। অন্যদিকে, হিমাচল প্রদেশের শিমলায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে ন’জন হাসপাতালে ভর্তি হয়েছেন।ওড়িশার বরগড় জেলার মুখ্য মেডিক্যাল এবং জনস্বাস্থ্য আধিকারিক সাধুচরণ দাস জানিয়েছেন, সম্প্রতি জেলায় যে পাঁচ জন মারা গিয়েছেন, তাঁরা স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। মৃত পাঁচ জন জেলার সোহেলা, আটাবিরা, ভেদেন এবং বরপালি ব্লকের বাসিন্দা বলে জানিয়েছে জেলা প্রশাসন।

হিমাচল প্রশাসনের তরফে জানা গিয়েছে, রাজ্যের প্রায় ২৯৫ জন বাসিন্দা স্ক্রাব টাইফাসের উপসর্গ নিয়ে বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

কী এই স্ক্যাব টাইফাস?

মাইট নামে অতিক্ষুদ্র একটি জীব কামড়ালে ব্যাকটেরিয়াঘটিত এ রোগ হয়। যার জন্য দায়ী ওরিয়েন্সিয়া শুশুগামুসি নামের একটি ব্যাকটেরিয়া। দেখতে ছোট পোকার মতো হলেও আদতে মাইট কোনো পোকা নয়। আকারে ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার মাপের হয় এটি। এর লার্ভা থেকে এই রোগ ছড়ায়।

স্ক্রাব টাইফাসের লক্ষণ

১. সাংঘাতিক মাথা ব্যথা

২. হাই-ফিভার (১০৪ ডিগ্রি পর্যন্ত জ্বর)

৩. পিঠে ও বুকে র্যাশ (যা ক্রমশই ছড়াবে)

৪. লো ব্লাড প্রেশার (হাইপোটেনশন)

৫. উজ্জ্বল আলোর দিকে চোখ মেলে তাকাতে না পারা

৬. পেশিতে বিশাল ব্যথা

সাধারণত গ্রামের কৃষিজমিতে এই ধরনের পোকা দেখা যায়। যদিও শহুরে এলাকায় বাড়ি বা অ্যাপার্টমেন্টে ছোট ঝোপঝাড়, গাছপালা কিংবা পোষ্যের গায়ে এই ধরনের পোকার দেখা হামেশাই মেলে। সাধারণত বর্ষায় এই রোগের প্রকোপ বাড়ে। প্রাথমিক ভাবে, এই পোকা কামড়ালে সঙ্গে সঙ্গে কোনও ব্যথা অনুভব হয় না। তবে পরে তা শরীরের ভিতরে গিয়ে সমস্যার সৃষ্টি করে।বেশ কিছু ক্ষেত্রে রোগীর শরীরে পোকা কামড়ানোর দাগ পাওয়া যায়। দাগটা খানিকটা সিগারেটের ছ্যাকার মতো হয়। এগুলিকে বলে এসকার। যা দেখেই সাধারণত রোগ শনাক্ত করা হয়ে থাকে।

 

 

 

spot_img

Related articles

নতুন পোপকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

ভ্যাটিকান সিটির নতুন পোপ নির্বাচিত হয়েছেন লিও দ্য ফোর্টিন (Leo XIV)। আমেরিকা থেকে প্রথমবার কোনও ক্যাথলিক বিশপ পোপ...

সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সেনাবাহিনীর সাফল্যে ধন্যবাদ জ্ঞাপন সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)। পহেলগামে(Pahalgam) জঙ্গীদের নৃশংস ঘটনা। ২৬ জন পর্যটককে নির্মম ভাবে হত্যা করেছিল...

জরুরি বৈঠকে শাহ, সেনা শীর্ষকর্তাদের থেকে পরিস্থিতি জানলেন রাজনাথ

অপারেশন সিন্দুর (Operation Sindoor) চালানোর পর থেকেই ভারতের উপর নিয়ন্ত্রণ রেখা বরাবর এমনকি নিয়ন্ত্রণ রেখা পার করে হামলা...

পাক মদতে ফের জঙ্গি অনুপ্রবেশ! সেনার হাতে নিকেশ ৭

ফের একবার প্রমাণিত পাকিস্তানে জঙ্গিদের আশ্রয় দেওয়ার তত্ত্ব। ফের একবার পাকিস্তান থেকে সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশের পথেই...