পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir )খুন করা হয়েছিল জঙ্গি নেতাকে , তাই খুনের বদলা নিতেই তিন ভারতীয় জওয়ানকে (Indian Army) খতম করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। বুধবার হামলার দায় স্বীকার করে এমনি দাবি করেছে তাদের শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট।

জঙ্গি সংগঠনটি জানিয়েছে, যে চলতি মাসেই পাক অধিকৃত কাশ্মীরে লস্করের এক নেতাকে খুন করা হয় বলে তাঁদের অভিযোগ। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর দিকে আঙ্গুল তুলে তাঁরা বলেন, প্রতিশোধের কারণে পাল্টা আঘাত করা হয়েছে। জঙ্গি হামলার ঘটনায় সেনা ও কাশ্মীর পুলিশের তিন আধিকারিকের মৃত্যু হয়েছে।
