‘উৎসবের মরশুমে ডার্বি-সহ ইস্ট-মোহনের দুই ম‍্যাচে নিরাপত্তার সমস্যা’, জানালেন ক্রীড়ামন্ত্রী

এই তিন ম‍্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যে দুই প্রধানকে চিঠি দিয়ে এই বিষয়ে জানিয়েছেন বলে জানালেন ক্রীড়ামন্ত্রী।

ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে আইএসএল-এর সূচি। ২১ সেপ্টেম্বর থেকে শুরু ইন্ডিয়ান সুপার লিগ। আর ২৮ অক্টোবর আইএসএল-এর প্রথম ডার্বি। আর ডার্বি ঘিরেই শুরু হল অনিশ্চিয়তা।

২৮ অক্টোবর ডার্বি। ওই দিন লক্ষ্মীপুজো। আবার ওইদিন ইডেন গার্ডেন্সে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম‍্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস এবং বাংলাদেশ। ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট বনাম ইস্টবেঙ্গল এফসি ম্যাচে পুলিশ দিতে পারবে না রাজ্য সরকার। উৎসবের মরশুমে পুলিশ দেওয়া সম্ভব নয় বলে এদিন জানিয়ে দেওয়া হল রাজ‍্য ক্রীড় দফতর থেকে। ২১ অক্টোবর সল্টলেকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার কথা এফসি গোয়ার। সেই দিন আবার দুর্গাপুজোর সপ্তমী। ২৪ অক্টোবর, অর্থাৎ দুর্গাপুজোর দশমীর দিনে মোহনবাগানের মাঠে নামার কথা যুবভারতীতে। তবে সেটি আইএসএল-এ নয়, বরং এএফসি কাপের ম্যাচে। ওই দিন বসুন্ধরার এফসির বিরুদ্ধে এএফসি কাপের গ্রুপ লিগের ম্যাচ খেলার কথা সবুজ মেরুন শিবিরের। আর ২৮ অক্টোবর মেগা ডার্বি। ওই দিন লক্ষ্মীপুজো। এই তিন ম‍্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যে দুই প্রধানকে চিঠি দিয়ে এই বিষয়ে জানিয়েছেন বলে জানালেন ক্রীড়ামন্ত্রী।

এই এদিন সাংবাদিকদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,” ১৮ অক্টোবর থেকে দুর্গাপুজোর ছুটি পরে যাচ্ছে। এরপর দেখলাম তিনটি ম্যাচ রয়েছে। সেই সময় নিরাপত্তা দিতে পারবে না। সেটা দুটি ক্লাবকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। ”

দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সমস্ত সরকারি দফতর বন্ধ থাকে। তাই সেই সময় নিরাপত্তা দেওয় সম্ভব নয় খেলার মাঠে। তাই দুই প্রধানকে জানিয়ে দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েদেন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে স্বস্তি ভারতীয় দলে, অনুশীলনে এই তারকা ব‍্যাটার