Thursday, November 6, 2025

ধোপে টিকল না আর্জি! ফের খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন

Date:

কারও জন্য বিশেষ সুযোগসুবিধা দেবে না আদালত। শুক্রবার নিয়োগকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের শুনানি চলাকালীন একথা সাফ জানিয়ে দিলেন আলিপুর বিশেষ আদালতের (Alipore Special Court) বিচারক। এদিনই পার্থর জামিনের শুনানির জন্য তারিখ চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। আর সেই আর্জি খারিজ করে দিলেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর।

শুক্রবার আলিপুরের বিশেষ আদালতে নিয়োগকাণ্ডের শুনানি ছিল। সেখানে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে জামিনের আবেদন করে পার্থর আইনজীবী শুনানির জন্য তারিখ চান। আর তার পরিপ্রেক্ষিতেই এদিন বিচারক স্পষ্ট বলেন, আদালত কাউকে বিশেষ সুবিধা দেবে না। যে রকম যা তারিখ নির্ধারিত হয়ে রয়েছে, সেই মতোই শুনানি হবে। এর আগে ৮ সেপ্টেম্বর শুনানিতে পার্থের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। তবে আদলত তা খারিজ করে দেয়। তবে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ই নন, শুক্রবার আদালতে হাজির করানো হয় নিয়োগকাণ্ডে অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা অশোক সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এজেন্ট চন্দন মণ্ডলকেও। পাশাপাশি এদিন ভার্চুয়ালি শুনানিতে হাজির ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌্হা।

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি সুবীরেশ, শান্তিপ্রসাদের জামিনের হয়েও সওয়াল করেন তাঁদের আইনজীবীরা। তাঁদের মক্কেলদের জামিনের আর্জিও এদিন নাকচ করে দেয় আদালত।

 

 

 

 

 

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version