Sunday, December 21, 2025

নারী ক্ষমতায়ন: মহিলা উদ্যোগপতির নিরিখে দেশে দ্বিতীয় স্থানে বাংলা

Date:

Share post:

রাজ্যের মহিলাদের অগ্রগতির লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নারী শিক্ষা ও তাঁদের স্বাবলম্বী করতে সরকারের তরফে আনা হয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প। এবার মিলল তারই সুফল। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে মহিলা উদ্যোগপতির বিচারে দেশে দ্বিতীয় স্থানে জায়গা পেল বাংলা।

বৃহস্পতিবার বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে বাংলার মহিলাদের ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরেন সংশ্লিষ্ট দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে। তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এর থেকে বোঝা যায়, মহিলা উদ্যোগপতি গড়ে তুলতে রাজ্য সরকার পদক্ষেপ করেছে। পাশাপাশি তিনি বলেন, এরাজ্যে হোসিয়ারি এবং বস্ত্র শিল্পের প্রভূত উন্নতি হয়েছে। অন্যান্য রাজ্যের পাশাপাশি দেশের বাইরেও তার স্বীকৃতি মিলছে। তবে বিশ্বের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এই শিল্পকে আর্থিক সাহায্য দিয়ে যাবে রাজ্য সরকার, জানিয়েছেন তিনি। প্রধান সচিবের আর্জি, সরকার ‘ভবিষ্যৎ’ নামে যে ঋণ প্রকল্প চালু করেছে, তার সুবিধা নিক সংস্থাগুলি।

উল্লেখ্য, শিক্ষা থেকে শুরু করে ব্যবসা, সমস্ত দিক থেকে মহিলাদের স্বাবলম্বী করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। এক্ষেত্রে একাধিক জনমুখি প্রকল্পের পাশাপাশি মহিলাদের জন্য চালু করা হয়েছে বহু স্বনির্ভর গোষ্ঠী। যেখান থেকে আর্থিক সাহায্য নিয়ে ক্ষুদ্র, ছোট শিল্পে মহিলাদের উন্নতি চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে এই এক দশকে। এর পাশাপাশি বড় পরিসরে ব্যবসায়িক ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার জন্য রাজ্য সরকারের তরফে রয়েছে ‘ভবিষ্যৎ’ নামে যে ঋণ প্রকল্প। শুধু তাই নয়, জনপ্রতিনিধি তথা রাজ্যসরকারের মন্ত্রী তালিকাতেও গোটা দেশের নিরিখে রাজ্যের মহিলাদের সুযোগ দেওয়ার বিষয়টিও চোখে পড়ার মতো।

spot_img

Related articles

অটো চালককে সপাটে চড়! বিজেপি বিধায়কের কীর্তিতে সরব বিরোধীরা

সাতসকালে মাঝ রাস্তায় এক অটোচালককে চড় মারার অভিযোগ উঠল মহারাষ্ট্রের ঘাটকোপার পূর্বের বিজেপি বিধায়ক পরাগ শাহের বিরুদ্ধে। শুক্রবারের...

বাংলাদেশ নিয়ে কলকাতায় বসে উদ্বেগ: মোহন ভাগবতকে দিল্লিতে কথা বলার খোঁচা তৃণমূলের

বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতে বিজেপির নেতারা যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করে চলেছেন, সেই একই সুর আরএসএস (RSS) প্রধান...

শহরে ফের অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঙ্গিন

নিউটাউনের রেষ কাটতে না কাটতেই ফের শহরে অগ্নিকাণ্ড! রবিবার ছুটির দিনে এন্টালির আনন্দপালিত নামের এক বহুতলের ৪ তলায়...

ভোটার তালিকা সংশোধনে সক্রিয় হতে নির্দেশ! সোমে বিএলএদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী 

দলীয় সংগঠনকে আরও চনমনে করতে এবং ভোটার তালিকা সংক্রান্ত বিভ্রান্তি দূর করতেই সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী...