Friday, August 22, 2025

নারী ক্ষমতায়ন: মহিলা উদ্যোগপতির নিরিখে দেশে দ্বিতীয় স্থানে বাংলা

Date:

Share post:

রাজ্যের মহিলাদের অগ্রগতির লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নারী শিক্ষা ও তাঁদের স্বাবলম্বী করতে সরকারের তরফে আনা হয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প। এবার মিলল তারই সুফল। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে মহিলা উদ্যোগপতির বিচারে দেশে দ্বিতীয় স্থানে জায়গা পেল বাংলা।

বৃহস্পতিবার বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে বাংলার মহিলাদের ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরেন সংশ্লিষ্ট দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে। তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এর থেকে বোঝা যায়, মহিলা উদ্যোগপতি গড়ে তুলতে রাজ্য সরকার পদক্ষেপ করেছে। পাশাপাশি তিনি বলেন, এরাজ্যে হোসিয়ারি এবং বস্ত্র শিল্পের প্রভূত উন্নতি হয়েছে। অন্যান্য রাজ্যের পাশাপাশি দেশের বাইরেও তার স্বীকৃতি মিলছে। তবে বিশ্বের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এই শিল্পকে আর্থিক সাহায্য দিয়ে যাবে রাজ্য সরকার, জানিয়েছেন তিনি। প্রধান সচিবের আর্জি, সরকার ‘ভবিষ্যৎ’ নামে যে ঋণ প্রকল্প চালু করেছে, তার সুবিধা নিক সংস্থাগুলি।

উল্লেখ্য, শিক্ষা থেকে শুরু করে ব্যবসা, সমস্ত দিক থেকে মহিলাদের স্বাবলম্বী করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। এক্ষেত্রে একাধিক জনমুখি প্রকল্পের পাশাপাশি মহিলাদের জন্য চালু করা হয়েছে বহু স্বনির্ভর গোষ্ঠী। যেখান থেকে আর্থিক সাহায্য নিয়ে ক্ষুদ্র, ছোট শিল্পে মহিলাদের উন্নতি চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে এই এক দশকে। এর পাশাপাশি বড় পরিসরে ব্যবসায়িক ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার জন্য রাজ্য সরকারের তরফে রয়েছে ‘ভবিষ্যৎ’ নামে যে ঋণ প্রকল্প। শুধু তাই নয়, জনপ্রতিনিধি তথা রাজ্যসরকারের মন্ত্রী তালিকাতেও গোটা দেশের নিরিখে রাজ্যের মহিলাদের সুযোগ দেওয়ার বিষয়টিও চোখে পড়ার মতো।

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...