Friday, August 22, 2025

শুভেন্দুর কর্মসূচির নামে মোটা টাকা তোলাবাজি! ব্যবসায়ীকে মারধরে ‘গদ্দার’কে গ্রে.ফতারের দাবি তৃণমূলের

Date:

Share post:

বিজেপি নেতাদের (BJP Leader) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন কিছু নয়। তবে সেই তোলা আদায়ের জন্য কাউকে বেধড়ক মারধর (Harassments) করতেও এতটুকু পিছপা হচ্ছে না গেরুয়া বাহিনী। এবার বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর নাম করে দলীয় তহবিলে মোটা টাকা অনুদান চেয়েছিলেন বিজেপির এক মণ্ডল সভাপতি। আর তা দিতে অস্বীকার করায় এবার এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গেরুয়া শিবিরের ওই মণ্ডল সভাপতির বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘরিয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেলের মাঠ এলাকার ঘটনা। এমন ঘটনা সামনে আসতেই প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী সুজন জোয়ারদার।

প্রহৃত ব্যবসায়ীর অভিযোগ, বৃহস্পতিবার ফুলিয়াতে ‘মেরা মাটি, মেরা দেশ’ নামে বিজেপির এক কর্মসূচীতে যোগ দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari)। আর সেই অনুষ্ঠানের নামেই বিজেপির ওই মণ্ডল সভাপতি সুজনের থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আর তা দিতে অস্বীকার করায় ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরেই বৃহস্পতিবার সকালে বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার ও তাঁর ভাই সুদীপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রহৃত ওই ব্যবসায়ী। ইতিমধ্যে এমন আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল। ব্যবসায়ীর অভিযোগ, বুধবার বাঁশতলাপাড়ায় বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকারের বাড়ির সামনে দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজন ব্যবসায়ী সুজনের পথ আটকে শুভেন্দু অধিকারীর কর্মসূচির নাম করে মোটা টাকা দাবি করে। কিন্তু, সুজন তা দিতে রাজি অস্বীকার করলেই বাঁধে বিপত্তি। এরপরই ইট, বাঁশ, লাঠি দিয়ে ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

এদিকে তৃণমূলের তরফে বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার ও তাঁর ভাই সুদীপকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। তৃণমূলের আরও অভিযোগ, দলবদলু শুভেন্দুর নির্দেশেই বিজেপির নেতারা এভাবে তোলাবাজি চালিয়ে যাচ্ছেন। আর সেকারণে ওই দুই অভিযুক্তের পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও গ্রেফতার করা হোক। অন্যদিকে, নদিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তপন সরকার জানান, ছোট হোক বা বড় যে কোনও প্রোগ্রামে ওরা যে টাকা খরচ হয় তার দশগুণ টাকা তোলে বিজেপি। ব্যবসায়ীকে সাধুবাদ জানাই সাহস করে অভিযোগ জানানোর জন্য। আগামীদিনে সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে রুখে দাঁড়াবেন বলেই আমার বিশ্বাস।

 

 

 

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...