Wednesday, August 20, 2025

হরিয়ানার নুহ গোষ্ঠীসং.ঘর্ষে জড়িত থাকার অভিযোগ! কংগ্রেস বিধায়ককে গ্রে*ফতার বিজেপি পুলিশের

Date:

ইন্ডিয়া জোট যত শক্তি বাড়াচ্ছে ততই প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে বিজেপি। ইন্ডিয়া মহাজোটের সমন্বয় সম্মেলনের প্রথম বৈঠকে তৃণমূল সাংসদকে প্যাঁচে ফেলতে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। কিন্তু তাতে সফলতা না পেয়ে এ বার হরিয়ানার নুহতে সাম্প্রতিক গোষ্ঠীহিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় কংগ্রেস বিধায়ক মহম্মদ খানকে গ্রেফতার করল বিজেপি সরকার। হরিয়ানা পুলিশের দাবি, গোষ্ঠীহিংসায় মহম্মদ খানের জড়িত থাকার প্রত্যক্ষ প্রমাণ মিলেছে।যদিও তার কোনও প্রমাণ এখনও দিয়ে উঠতে পারেনি বিজেপি পুলিশ।

আরও পড়ুনঃ পুজোর পরই কলকাতায় INDIA, ঐতিহাসিক জনসভা করবে মহাজোট

বৃহস্পতিবার হরিয়ানা পুলিশ এফআইআর দায়ের করার পরেই গ্রেফতারি এড়াতে বৃহস্পতিবার মহম্মদ খান পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন। হাইকোর্ট মামলাটির শুনানি ১৯ তারিখ পর্যন্ত পিছিয়ে দেয়। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে।

ফিরোজপুর জিরখার বিধায়ক মহম্মদ খানের আইনজীবীর অভিযোগ, পুলিশের কাছে জমা পড়া প্রাথমিক অভিযোগে তাঁর মক্কেলের নাম ছিল না। কিন্তু পরে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকায় মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর সরকারের পুলিশ রাজনৈতিক কারণে এফআইআর-এ মহম্মদ খানের নাম অন্তর্ভুক্ত করে।

অগস্টের প্রথমদিকে নুহ, মেওয়াত, গুরুগ্রাম-সহ হরিয়ানায় একাধিক এলাকায় গোষ্ঠীহিংসা ছড়িয়েছিল। হিংসার পিছনে বজরং দলের নেতা, গোরক্ষক বাহিনীর সর্দার মনু মানেসরের উস্কানিমূলক বিবৃতিকে দায়ী করা হয়। গত ফেব্রুয়ারিতে মনুর বিরুদ্ধে রাজস্থানের দুই ব্যবসায়ীকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। গত সপ্তাহে ওই মামলায় মনুকে গ্রেফতার করে রাজস্থান পুলিশের হাতে তুলে দিয়েছে হরিয়ানা পুলিশ।কিন্তু এতকিছুর পরও শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতি ও নিজেদের ক্ষমতা প্রদর্শনে এফআইআর-এ নাম না থাকা সত্ত্বেও কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল বিজেপি পুলিশ।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version