Sunday, August 24, 2025

মেদিনীপুরে সৌরভের ইস্পাত কারখানা! ১২ হাজার কর্মসংস্থানের সুযোগ

Date:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: মাদ্রিদের মাটিতে দাঁড়িয়ে বাংলাকে বড় চমক দিলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। বঙ্গে লগ্নি টানতে স্পেনের মাটিতে শিল্প সম্মেলনে ঝোড়ো ব্যাটিং করলেন সৌরভ। রাজ্যের উন্নয়ন, শিল্পবান্ধব পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে স্পেনের ব্যবসায়ীদের বাংলায় বিনিয়োগের আবেদন জানালেন তিনি। একইসঙ্গে সকলকে চমকে দিয়ে জানালেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন। সেখানে বাংলার অন্তত ১২ হাজার মানুষের কর্মসংস্থান হবে। শিল্প সম্মেলনে সৌরভ বলেন, আমি বাংলায় বিনিয়োগ করেছি। আবারও করব। আপনাদের বলছি, আপনারাও করুন।

ক্রিকেটার সৌরভের ‘ব্যবসায়ী সৌরভ’ হয়ে ওঠা প্রসঙ্গে বিশদে জানিয়ে বাংলার দাদা বলেন, ২০০৭ সাল থেকে ইস্পাত ব্যবসার সঙ্গে জড়িয়ে যাই আমি। প্রথমে দুর্গাপুর, পাটনা, আর এখন মেদিনীপুরে শুরু হচ্ছে ইস্পাত কারখানা। এই ব্যবসায় আমার সঙ্গে রয়েছেন আমার এক বন্ধুও। ৬০০ একর জমিতে অত্যন্ত বড়মাপের একটি ইস্পাত কারখানা তৈরি হচ্ছে মেদিনীপুরে। একবছর বাদে এই কারখানা থেকে উৎপাদনও শুরু হবে। এ প্রসঙ্গেই বাংলা থেকে আসা প্রতিনিধিদলকে দেখিয়ে নতুন প্রজন্মের প্রতিনিধিদের উদ্দেশে মহারাজ বলেন, কেন বাংলায় নিয়োগ করতে বলেছি এরাই হলেন তার উদাহরণ। এঁদের বাবারা বাংলায় ব্যবসা করতেন, এখন এঁরা ব্যবসা করেন। এটাই প্রমাণ করে বাংলা ব্যবসা-বাণিজ্যের জন্য কতখানি ভরসাযোগ্য। শুধু তাই নয়, প্রিন্স অফ ক্যালকাটা আরও বলেন, কিছু ছোট সমস্যা হয়তো আছে, কিন্তু তা মিটে যাবে। বাংলায় এখন লগ্নি করার উপযুক্ত পরিস্থিতি রয়েছে। আপনারা আসুন। আমাদের রাজ্যে বিনিয়োগ করুন।

মেদিনীপুরের শালবনীতে জিন্দালদের ছেড়ে যাওয়া জমিতে ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানা গড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে ১২ হাজার মানুষের কর্মসংস্থান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ১ থেকে দেড় বছরের মধ্যে এই কারখানায় উৎপাদনও শুরু হয়ে যাবে বলে এদিন জানান সৌরভ। বাংলায় এই বিনিয়োগের পিছনে রাজ্য সরকারের অসামান্য সহযোগিতার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানান সৌরভ।

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version