Wednesday, November 12, 2025

মেদিনীপুরে সৌরভের ইস্পাত কারখানা! ১২ হাজার কর্মসংস্থানের সুযোগ

Date:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: মাদ্রিদের মাটিতে দাঁড়িয়ে বাংলাকে বড় চমক দিলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। বঙ্গে লগ্নি টানতে স্পেনের মাটিতে শিল্প সম্মেলনে ঝোড়ো ব্যাটিং করলেন সৌরভ। রাজ্যের উন্নয়ন, শিল্পবান্ধব পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে স্পেনের ব্যবসায়ীদের বাংলায় বিনিয়োগের আবেদন জানালেন তিনি। একইসঙ্গে সকলকে চমকে দিয়ে জানালেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন। সেখানে বাংলার অন্তত ১২ হাজার মানুষের কর্মসংস্থান হবে। শিল্প সম্মেলনে সৌরভ বলেন, আমি বাংলায় বিনিয়োগ করেছি। আবারও করব। আপনাদের বলছি, আপনারাও করুন।

ক্রিকেটার সৌরভের ‘ব্যবসায়ী সৌরভ’ হয়ে ওঠা প্রসঙ্গে বিশদে জানিয়ে বাংলার দাদা বলেন, ২০০৭ সাল থেকে ইস্পাত ব্যবসার সঙ্গে জড়িয়ে যাই আমি। প্রথমে দুর্গাপুর, পাটনা, আর এখন মেদিনীপুরে শুরু হচ্ছে ইস্পাত কারখানা। এই ব্যবসায় আমার সঙ্গে রয়েছেন আমার এক বন্ধুও। ৬০০ একর জমিতে অত্যন্ত বড়মাপের একটি ইস্পাত কারখানা তৈরি হচ্ছে মেদিনীপুরে। একবছর বাদে এই কারখানা থেকে উৎপাদনও শুরু হবে। এ প্রসঙ্গেই বাংলা থেকে আসা প্রতিনিধিদলকে দেখিয়ে নতুন প্রজন্মের প্রতিনিধিদের উদ্দেশে মহারাজ বলেন, কেন বাংলায় নিয়োগ করতে বলেছি এরাই হলেন তার উদাহরণ। এঁদের বাবারা বাংলায় ব্যবসা করতেন, এখন এঁরা ব্যবসা করেন। এটাই প্রমাণ করে বাংলা ব্যবসা-বাণিজ্যের জন্য কতখানি ভরসাযোগ্য। শুধু তাই নয়, প্রিন্স অফ ক্যালকাটা আরও বলেন, কিছু ছোট সমস্যা হয়তো আছে, কিন্তু তা মিটে যাবে। বাংলায় এখন লগ্নি করার উপযুক্ত পরিস্থিতি রয়েছে। আপনারা আসুন। আমাদের রাজ্যে বিনিয়োগ করুন।

মেদিনীপুরের শালবনীতে জিন্দালদের ছেড়ে যাওয়া জমিতে ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানা গড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে ১২ হাজার মানুষের কর্মসংস্থান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ১ থেকে দেড় বছরের মধ্যে এই কারখানায় উৎপাদনও শুরু হয়ে যাবে বলে এদিন জানান সৌরভ। বাংলায় এই বিনিয়োগের পিছনে রাজ্য সরকারের অসামান্য সহযোগিতার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানান সৌরভ।

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version