Tuesday, August 26, 2025

বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে চালু হচ্ছে একাধিক নয়া পরিষেবা

Date:

Share post:

রাজ্যের মানুষের সুবিধার্থে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে আরও বেশ কিছু নতুন পরিষেবা যুক্ত করা হচ্ছে। বর্তমানে এই কেন্দ্র গুলি থেকে ৪০ ধরনের পরিষেবা পাওয়া যায়। এর সঙ্গে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ, হকারদের ঋণ সংক্রান্ত আবেদন, দূরপাল্লার সরকারি বাসের বুকিং, সংখ্যলঘু ঋণ, ট্রাফিক ফাইন, স্কুল-কলেজে ভর্তির জন্য টাকা জমা করার মতো পরিষেবা যুক্ত করা হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এর ফলে মানুষ নির্ঝঞ্ঝাটে আরও অনেক সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ পাবেন।

ইতিমধ্যে হকারদের ঋণের আবেদন এবং পরিযায়ী শ্রমিকদের নাম তোলার প্রক্রিয়া এই সহায়তা কেন্দ্র থেকে শুরু হয়েছে। সম্প্রতি এক বৈঠকে আরও কয়েকটি পরিষেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে বর্ধমান শিলিগুড়ি সহ অন্যান্য দূরবর্তী জায়গায় যেতে গেলে সরকারি বাসের বুকিং করতে অসুবিধা হবে না। এমনকী অনলাইনেও সমস্যা হলে বাংলা সহায়তা কেন্দ্র তার মুশকিল দূর করবে। সরকারি আধিকারিকদের মতে, এক ছাতার তলায় যাবতীয় পরিষেবা যাতে মানুষ পেতে পারে তার ব্যবস্থা করাই সরকারের মূল লক্ষ্য।

গ্রামীণ এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে বিএসকে অত্যন্ত কার্যকারী হয়ে উঠেছে। তার কারণ অনেক জায়গাতে ইন্টারনেটের সমস্যা আছে। আবার বহু মানুষ এখনও অনলাইন মাধ্যমের সঙ্গে সড়গড় হননি। প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে বলে সেই নাগরিকরা সেখানে গিয়ে নানা পরিষেবা নিতে পারছেন। জানা গিয়েছে, বিদ্যুৎ বিল জমা দেওয়ার কাজ সব থেকে বেশি হচ্ছে এই বিএসকেগুলিতে। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের এনরোলমেন্ট এবং কেওয়াইসি আপলোড করার কাজও হচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও প্রতিদিন সরকারের বিপুল রাজস্ব আদায় হচ্ছে। প্রায় প্রতিটি জেলাতেই গড়ে কয়েক লক্ষ টাকা করে লেনদেন হচ্ছে প্রতিদিন।

আরও পড়ুন- পরিবহণ দফতরের বিশেষ উদ্যোগ, ভিড় ছাড়াই দুর্গাপুজোর স্বাদ পাবেন শহরবাসী!

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...