Thursday, November 13, 2025

আদালতের নির্দেশ অমান্য! ‘শা.স্তি’ দিয়েও নির্দেশ প্রত্যাহার বিচারপতির

Date:

আদালতের নির্দেশ না মানার শাস্তি ধার্য করেও নির্দেশ প্রত্যাহার। কেন? আসলে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে (Deputy Secretary, Board of Primary Education) আজ জরিমানা করে আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)মামলার শুনানিতে বলেন, তিন মাস হয়ে গেল কিন্তু আদালতের নির্দেশ কার্যকর হল না । ২০১৪ সালের প্রাথমিকের টেট (TET)পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। পরে আদালত ওই প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপর এক পরীক্ষার্থী আদালতের দ্বারস্থ হয়ে জানান, তিনি পাননি। যে কারণে তিনি টেট উত্তীর্ণ হতে পারেননি বলে অভিযোগ করেন পরীক্ষার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)বেঞ্চ নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই পরীক্ষার্থীর নথি যাচাই করে ওই নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু শুক্রবার মামলার শুনানিতে দেখা যায় আদালতের নির্দেশ মানা হয়নি। এই ঘটনায় যথেষ্ট বিরক্ত হন বিচারপতি। এরপরই জরিমানার আদেশ দেন তিনি। পরে যদিও পর্ষদের আইনজীবীর আর্জি মেনে জরিমানার নির্দেশ এবং পর্যবেক্ষণ প্রত্যাহার করে নেন বিচারপতি।

এত মাস কেটে গেলেও কেন উচ্চ আদালতের নিয়ম কার্যকরী হয় না সেই নিয়ে এদিন অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন এই দায়িত্ব পালনে কেউ অক্ষম হলে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত বা তাঁর বিরুদ্ধে অন্য পদক্ষেপ নেওয়া উচিত। এরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে নিজের পকেট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেন বলে আদালত সূত্রে খবর।

Related articles

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...
Exit mobile version