Wednesday, August 20, 2025

আজ সুপার ফোরে নিয়মরক্ষার ম‍্যাচে ভারতের সামনে বাংলাদেশ

Date:

Share post:

আজ এশিয়া কাপের সুপার ফোরের ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ বাংলাদেশ। শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে রোহিত শর্মারা এমন এক ম্যাচে খেলতে নামবেন, যেখানে কোনও চাপ নেই। জেতা বা হারায় তাঁদের অবস্থান বদলাবে না। যেহেতু সুপার ফোরে পরপর দুই ম্যাচে জিতে ভারত ফাইনালে উঠে গিয়েছে। পাকিস্তানকে ২২৮ রানে উড়িয়ে দেওয়ার পর রোহিতরা শ্রীলঙ্কাকে হারিয়েছেন ৪১ রানে। দুটো ম্যাচেই ব্যাটাররা রান করে দেওয়ার পর বাকি কাজ করেছেন কুলদীপ যাদব। এই ম্যাচেও বাংলাদেশ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতেঁ পারেন বাঁহাতি চায়নাম্যান বোলার।

বৃষ্টির পর প্রেমদাসা স্টেডিয়ামের উইকেট স্পিনারদের পাশে থাকছে। কুলদীপ শেষ দুই ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার ওয়েলালাগে ভারতের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন। উইকেট থেকে সাহায্য পেয়েছেন জাদেজা, অক্ষরও। আসলে উইকেটের নিচের ময়েশ্চার স্পিনারদের সাহায্য করছে। বল ঘুরছে। আরও মন্থর হয়ে আসছে। এমনকী নিচুও হচ্ছে মাঝেমধ্যে। ভারতের টপ অর্ডার গত পাকিস্তান ম্যাচে রান পেয়েছে। এটা দ্রাবিড়ের ড্রেসিংরুমে আত্মবিশ্বাস এনে দিয়েছে। বাংলাদেশ ম্যাচেও বড় রান চাইবেন রোহিত। যাতে কুলদীপ ও জাদেজা বিপক্ষের ব্যাটারদের মুশকিলে ফেলতে পারেন। তবে কলম্বোর আকাশে রোদ্দুর থাকলে উইকেট হয়তো সহজ হয়ে যাবে। তখন বোলারদের জন্য চ্যালেঞ্জ হবে রান আটকানো।

বাংলাদেশের জন্য এই ম্যাচে হারলে যা, জিতলেও তাই। তবে মুশফিকুরের না থাকাটা তাদের জন্য অবশ্যই চাপের। আগের ম্যাচে খেলে মুশফিকুর আর শাকিব দেশে ফিরে গিয়েছিলেন। শাকিব ফিরে এলেও মুশফিকুর আর আসেননি। তিনি স্ত্রী ও সদ্যজাত সন্তানের পাশে থাকতে ঢাকাতেই থেকে গিয়েছেন। প্রশ্ন হল, ভারত ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার পর এই ম্যাচে দলে কিছু অদলবদল ঘটাবে কিনা। দ্রাবিড় কি নতুনদের সুযোগ দেবেন? পরিস্থিতি বলছে বিশ্বকাপের আগে ভারতীয় কোচ সেরা দলকেই মাঠে নামাতে চাইবেন। যাতে বিশ্বকাপের স্টেজ রিহার্সাল হয়ে যায়। তবে শুক্রবারের ম্যাচে ঈশান কিষাণের জায়গায় সূর্যকে প্রথম এগারোয় দেখা যেতে পারে। খেলতে পারেন শামিও। তিনি খেললে বাইরে থাকবেন শার্দূল। অথবা শার্দূলের সঙ্গে লড়াই হবে অক্ষরের। ভারতীয় শিবিরের জন্য বাড়তি সুখবর, চোট সারিয়ে নেটে ব্যাটিং শুরু করলেন শ্রেয়স আইয়ার।

কলম্বোতে পরপর তিনদিন মাঠে নামতে হয়েছে ভারতীয় দলকে। রাহুল বলেছেন, এটা তাঁদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নিয়েছে। দুটো দিনের বিশ্রামে রোহিতরা আজ চনমনে হয়ে খেলতে নামবেন। উল্টোদিকে বাংলাদেশ টুর্নামেন্টের বাইরে চলে গিয়েছে। তাদের কাছে নিয়মরক্ষার এই ম্যাচে জয় ছাড়া আর কিছু চাওয়ার নেই। কিন্তু মিডল অর্ডারে মুশফিকুরের অভাব ভোগাতে পারে শাকিবদের।

আরও পড়ুন:লা লিগার সঙ্গে ঐতিহাসিক চুক্তি, বাংলায় হবে ফুটবল অ্যাকাডেমি

 

 

 

 

 

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...