Thursday, December 18, 2025

সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি কলকাতায়! কতদিন চলবে বর্ষণ?

Date:

Share post:

নিম্নচাপের কারণে বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পর শুক্রবার ভোর থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও এই নিম্নচাপের প্রভাবে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । তবে, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।

আরও পড়ুনঃবৃষ্টিতে পিছলে গেল বিমানের চাকা, গুরুতর আহ.ত ৮!

হাওয়া অফিস জানিয়েছে, এখন উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায় রয়েছে নিম্নচাপ। তার প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাও়ড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে।
এদিকে নিম্নচাপের জেরে দীঘায় উত্তাল সমুদ্র।ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে সমুদ্রের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সে কারণে বৃহস্পতিবার এবং শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার সকাল থেকেই কলকাতা এবং আশপাশের জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। তার জেরে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। কলকাতায় বৃষ্টির জেরে তৈরি হয়েছে তীব্র যানজট। টানা এভাবে বৃষ্টি চললে বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ।
সকাল থেকেই কলকাতা এবং আশপাশের জেলায় দফায় দফায় বৃষ্টি। তার জেরে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। কলকাতার বেশ কিছু রাস্তায় জল জমেছে। তৈরি হয়েছে তীব্র যানজট। শুক্রবার বৃষ্টি হলে একই ভাবে বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ।

 

spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...