Wednesday, August 20, 2025

যাদবপুরে ছাত্র মৃ.ত্যুর ঘটনায় ১৩৬ পড়ুয়ার যোগ! রিপোর্ট পেশ তদ.ন্ত কমিটির

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে কার্যত তোলপাড় হয় বাংলা। প্রাথমিকভাবে ১৩ জনকে গ্রেফতার করা হয়। তড়িঘড়ি সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ থেকে শুরু করে একাধিক বিধি-নিষেধ কার্যকর করার ঘটনাও লক্ষ্য করা যায়। ঘটনার রাতে ঠিক কী হয়েছিল তা জানতে বিশ্ববিদ্যালয়ের (JU Authority) তরফে অভ্যন্তরীণ তদন্ত কমিটি (Internal Investigation Committee) গঠন করা হয়। সেই কমিটির জমা দেওয়া ৪৬ পাতার রিপোর্ট প্রকাশে আসতেই চোখ কপালে উঠেছে কর্তৃপক্ষের। জানা যাচ্ছে এই ঘটনায় ১৩৬ জন পড়ুয়ার যোগ থাকার কথা উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে ৬ জন প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর সুপারিশ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞা জারি হয়েছে। র‍্যাগিং-এর ঘটনায় চারজন সরাসরি যুক্ত থাকার কারণে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি। অরিত্র মজুমদারের বিরুদ্ধে ঘটনার সঙ্গে যুক্ত থাকার প্রত্যক্ষ প্রমাণ পাওয়ার পর তাকে ডিগ্রি শেষ করার পর সম্পূর্ণরূপে বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে আগামী ২৬ সেপ্টেম্বর যাদবপুরে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। সেখানে তদন্ত কমিটির পেশ করা রিপোর্ট অনুযায়ী কোন কোন পড়ুয়ার ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেয়া হবে সেই সম্পর্কিত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর যাঁদের নাম উল্লেখ করা আছে তার মধ্যে ১১ জন পড়ুয়ার এই ঘটনায় যুক্ত থাকার জন্য দু’টি সেমিস্টার থেকে বহিষ্কারের সুপারিশ এবং হস্টেল থেকে চিরকালের মতো বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ১৫ জন পড়ুয়াকে একটি সেমিস্টার থেকে বহিষ্কারের কথাও রিপোর্টে বলা হয়েছে। পাশাপাশি ৯৫ জন পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বহিষ্কারের সুপারিশের সঙ্গে সতর্ক করার কথাও উল্লেখ আছে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version