Wednesday, August 20, 2025

যাদবপুরে ছাত্র মৃ.ত্যুর ঘটনায় ১৩৬ পড়ুয়ার যোগ! রিপোর্ট পেশ তদ.ন্ত কমিটির

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে কার্যত তোলপাড় হয় বাংলা। প্রাথমিকভাবে ১৩ জনকে গ্রেফতার করা হয়। তড়িঘড়ি সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ থেকে শুরু করে একাধিক বিধি-নিষেধ কার্যকর করার ঘটনাও লক্ষ্য করা যায়। ঘটনার রাতে ঠিক কী হয়েছিল তা জানতে বিশ্ববিদ্যালয়ের (JU Authority) তরফে অভ্যন্তরীণ তদন্ত কমিটি (Internal Investigation Committee) গঠন করা হয়। সেই কমিটির জমা দেওয়া ৪৬ পাতার রিপোর্ট প্রকাশে আসতেই চোখ কপালে উঠেছে কর্তৃপক্ষের। জানা যাচ্ছে এই ঘটনায় ১৩৬ জন পড়ুয়ার যোগ থাকার কথা উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে ৬ জন প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর সুপারিশ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞা জারি হয়েছে। র‍্যাগিং-এর ঘটনায় চারজন সরাসরি যুক্ত থাকার কারণে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি। অরিত্র মজুমদারের বিরুদ্ধে ঘটনার সঙ্গে যুক্ত থাকার প্রত্যক্ষ প্রমাণ পাওয়ার পর তাকে ডিগ্রি শেষ করার পর সম্পূর্ণরূপে বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে আগামী ২৬ সেপ্টেম্বর যাদবপুরে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। সেখানে তদন্ত কমিটির পেশ করা রিপোর্ট অনুযায়ী কোন কোন পড়ুয়ার ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেয়া হবে সেই সম্পর্কিত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর যাঁদের নাম উল্লেখ করা আছে তার মধ্যে ১১ জন পড়ুয়ার এই ঘটনায় যুক্ত থাকার জন্য দু’টি সেমিস্টার থেকে বহিষ্কারের সুপারিশ এবং হস্টেল থেকে চিরকালের মতো বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ১৫ জন পড়ুয়াকে একটি সেমিস্টার থেকে বহিষ্কারের কথাও রিপোর্টে বলা হয়েছে। পাশাপাশি ৯৫ জন পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বহিষ্কারের সুপারিশের সঙ্গে সতর্ক করার কথাও উল্লেখ আছে।

Related articles

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...
Exit mobile version