Monday, November 17, 2025

দিনে দিনে ভারতের মাটিতে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের(IS) দাপট বাড়ছে। এদেশের মাটিতে বড়সড় হামলার ছক কষছে তারা। এমনকি এখানে বসেই চালানো হচ্ছে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির। এমনই গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পর শনিবার দেশের দুই রাজ্যের অন্তত ৩০ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)।

সূত্রের খবর, তামিলনাড়ু ও তেলেঙ্গানার অন্তত তিরিশটি জায়গায় সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে এনআইএ। অভিযোগ, সেখানে প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল ইসলামিক স্টেট। এদিন, কোয়াম্বাটরে ২১টি জায়গায় হানা দেন গোয়েন্দারা। চেন্নাইয়ের তিনটি ও হায়দরাবাদের পাঁচটি ও তেনকাসির এক জায়গায় অভিযান চালায় এনআইএ। জানা যাচ্ছে, ভারতের মাটিতে যে সকল জঙ্গি সংগঠনের দাপট রয়েছে তাদের সঙ্গেই সমানভাবে জায়গা করে নিতে চাইছে ইসলামিক স্টেট। বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে জামাত-উল-মুজাহিদিনের হাত ধরে ঢুকে পড়েছে সংগঠনটি। বিশেষজ্ঞদের মতে আইএস শুধু একটি সংগঠন নয়, এটি একটি মতাদর্শ। যার উদ্দেশ্য গোটা বিশ্বে শরিয়ত আইন লাগু করে ‘খিলাফত’ প্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যেই ভারতের মাটিতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর ইসলামিক স্টেটের ত্রিচুর মডিউলের প্রধান সৈয়দ নবিল আহমেদকে চেন্নাই থেকে গ্রেপ্তার করে এনআইএ। বিশেষজ্ঞদের মতে, ইরাক ও সিরিয়ায় জমি খুইয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও এখনও যথেষ্ট শক্তিশালী এদের সংগঠনটি। বর্তমানে এদের উদ্দেশ্য ভারত-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাশকতা চালানো।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version