Thursday, August 21, 2025

রিয়াল মাদ্রিদ থেকে বেরিয়ে সৌরভকে ফুটবল কিনে দিলেন মুখ্যমন্ত্রী, দিদির উপহারে খুশি দাদা

Date:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: শনিবাসরীয় সন্ধ্যায় মাদ্রিদে অন্য মুডে ধরা দিলেন বাংলার দিদি ও দাদা। দুপুরে রিয়াল মাদ্রিদ ক্লাব ও স্টেডিয়াম ঘুরে দেখার পর ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফুটবল কিনে উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশি মনে সেই উপহার গ্রহণ করে সৌরভ জানালেন, এই ফুটবল আমি যত্ন করে গুছিয়ে রাখব।

বাঙালির আবেগ ফুটবলকে ঘিরে আরও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই লা লিগার সঙ্গে চুক্তি করেছে রাজ্য সরকার। শনিবার ১২১ বছরের ঐতিহাসিক ক্লাব রিয়াল মাদ্রিদ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মুগ্ধ বিস্ময়ে রিয়াল মাদ্রিদের মাঠ ও ট্রফি সম্ভার পরিদর্শন করেন দুজনে। বাংলার ফুটবল পরিকাঠামো কীভাবে আরও উন্নত করে তোলা যায় সেই লক্ষ্যে খুঁটিয়ে দেখেন বিশ্বমানের এই ক্লাবের সমস্ত পরিকাঠামো। সেখান থেকে বেরিয়েই সকলকে চমকে দিয়ে সৌরভকে ফুটবল কিনে উপহার দেন মুখ্যমন্ত্রী। দিদির এই উপহার পেয়ে আপ্লুত বাংলার দাদা সৌরভ।

এদিন রিয়াল মাদ্রিদ ক্লাব ও স্টেডিয়াম দেখে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার রক্তে মিশে আছে ফুটবল। ক্রিকেটও রয়েছে। আমার মূল লক্ষ্য বাংলার ফুটবলের পরিকাঠামোকে আরো আধুনিক করে তোলা। রিয়ালের মাঠ, স্টেডিয়াম, ক্লাব সবই অত্যাধুনিক। আমাদেরও যুবভারতী ক্রীড়াঙ্গন রয়েছে, তাকে ছোট করলে চলবে না। আমরা সবটা ঘুরে দেখলাম। লা লিগার সঙ্গে মউ স্বাক্ষর হয়েছে, যত দ্রুত সম্ভব বাংলায় ফুটবল অ্যাকাডেমি তৈরি হবে, তবে একটা স্টেডিয়াম ওদের দিতে হবে। আমরা ফিরে গিয়ে মুখ্যসচিব, সৌরভ সহ সবাইকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন- গিরিরাজকে চিঠি ডেরেকের, ৩ অক্টোবর দেখা করতে চান মমতা-অভিষেক

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version