আবার দক্ষিণ আফ্রিকা থেকে আসছে চিতা, তৈরি হচ্ছে নতুন ঠিকানাও

ফের চিতা আসছে ভারতে। দক্ষিণ আফ্রিকা থেকে এই বছরেও আনা হচ্ছে চিতা। তবে এবার চিতাদের নতুন ঠিকানায় রাখা হবে। জানা গিয়েছে এবার দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাদের কুনো জাতীয় উদ্যানে রাখা হবে না। চিতাদের নতুন ঠিকানা হতে চলেছে মধ্যপ্রদেশের গান্ধীসাগর অভয়ারণ্য।

এর আগে ২০২২-এর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে এখানে ৮ টি চিতা আনা হয়েছিল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের অভয়ারণ্যে প্রবেশ করিয়ে ছিলেন। এ বছর ঐতিহাসিক সেই প্রকল্পের এক বছর পূর্ণ হতে চলেছে। ফের চিতা দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আসছে ভারতে। চিতাদের বাসস্থান ঠিক করতে গান্ধীসাগরে জোরকদমে কাজ চলছে। আশা করা যাচ্ছে, চলতি বছরের নভেম্বর, ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। জায়গাটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখার পর চিতা আনার কাজ শুরু হবে।”

Previous articleবাগানের সামনে DHFC, রবিবার ড্র করলেই সুপার সিক্সে সবুজ-মেরুন
Next article‘আলো: তাপস সেন’, উৎপল সিনহার কলম