Thursday, August 21, 2025

প্রয়াত বিশিষ্ট লেখিকা তথা ওড়িশার মুখ্যমন্ত্রীর বোন! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

প্রয়াত জনপ্রিয় লেখিকা তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বোন গীতা মেহতা। শনিবার নয়া দিল্লিতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বিশিষ্ট লেখিকার বয়স হয়েছিল ৮০ বছর। জনপ্রিয় লেখিকার মৃত্যুতে শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখিকার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

আরও পড়ুনঃ রিয়াল মাদ্রিদে মুগ্ধ মমতা-সৌরভ, বাংলায় ফিরেই কাজ শুরুর বার্তা মুখ্যমন্ত্রীর
এদিন নিজের এক্স হ্যান্ডেলে লেখিকার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বিশিষ্ট লেখিকা গীতা মেহতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একদিকে যেমন বিজু পট্টনায়কের মেয়ে এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বোন, অন্যদিকে তিনি তেমন নামকরা এবং জনপ্রিয় লেখিকা, চলচ্চিত্র নির্মাতা এবং সাংস্কৃতিজগতের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন। তাঁর প্রয়াণ সাহিত্য ও সাংস্কৃতিক জগতের বড় ক্ষতি।তাঁর ম্ত্যুতে আমি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”


উল্লেখ্য, বোন গীতা পট্টনায়কের প্রয়াণবার্তা শোনামাত্রই দিল্লির উদ্দেশে রওনা দেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ১৯৪৩ সালে রাজনীতিবিদ বিজু পট্টনায়কের মেয়ে গীতা মেহতা জন্ম নেন । ভারতের পড়াশোনা শেষ করে ইউকের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে নিজের উচ্চশিক্ষা সম্পন্ন করেন গীতা। তাঁর লেখা একাধিক গ্রন্থ ব্যাপকভাবে সমাদৃত। ‘কর্ম কোলা’,’স্নেক’,’ল্যাডার’,’এ রিভার সূত্র’,’দ্য ইটারনাল গণেশা’ এমন বহু ধরনের বই তিনি লিখেছেন। যা পাঠক সমাজকে সমাদৃত করে।
এদিকে, গীতা মেহতার প্রয়াণের খবর পেয়ে একটি শোকবার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রী তথা ওড়িশার ভূমিপুত্র ধর্মেন্দ্র প্রধানের তরফেও এসেছে শোকবার্তা। তিনি লেখেন, ‘ বিশিষ্ট লেখক গীতা মেহতা জির প্রয়াণের খবর শুনে মর্মাহত।’

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version