Tuesday, November 11, 2025

পার হয়ে গেছে পাঁচদিন। তবুও জম্মু কাশ্মীরের অন্ততনাগে থামছেই না গুলির লড়াই। জঙ্গিদের বাগে আনতে কোকেরনাগের গারুল জঙ্গল ঘিরে ফেলে অভিযান চালাচ্ছে সেনা। নামানো হয়েছে প্যারা কম্যান্ডোও। গভীর জঙ্গলে ঢুকে জঙ্গিদের খতম করার জন্য আনা হয়েছে তাঁদের।

আরও পড়ুনঃখালি.স্তানিদের নিয়ে ক.ড়া বার্তার জের! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল কানাডা

সেনা সূত্রের খবর, বিপুল অস্ত্র নিয়ে অনন্তনাগে ঢুকেছে জঙ্গিরা। তা ছাড়া জঙ্গিদের পাহাড়ি ঢাল, জঙ্গল এবং দুর্গম এলাকায় লড়াই চালানোর জন্য আগেভাগেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের বলেও অনুমান করা হচ্ছে। যে ভাবে পাঁচ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে জঙ্গিরা তাতে এটা স্পষ্ট যে কাশ্মীরে নিরাপত্তার ধরন বদলানোয়, জঙ্গিরাও হামলার ছক বদলাচ্ছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পাহাড়ের মাথায় একটি গুহায় আশ্রয় নিয়েছে জঙ্গিরা। আর সেই পাহাড় এবং জঙ্গলকে ঢাল বানিয়ে লড়াই চালাচ্ছে। তবে জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান জানিয়েছেন, জঙ্গিদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। ফলে পালানোর কোনও পথ খুঁজে পাবে না তারা।
জঙ্গিরা সংখ্যায় কম হলেও হতে পারে। মনে করা হচ্ছে, লড়াই চালানোর জন্য তারা ওই পাহাড়ি গুহাকে আগে থেকেই নিজেদের ডেরা বানিয়ে রেখেছিল।

প্রসঙ্গত, বুধবার থেকে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে লড়াই শুরু হয়েছে। ওই দিন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে সেনার এক কর্নেল, মেজর এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক ডিএসপি নিহত হয়েছিলেন। তার পর থেকে জঙ্গিদের বাগে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে সেনা। জঙ্গিরা খানিকটা পিছু হঠেছে ঠিকই, কিন্তু আরও গভীর জঙ্গলে পাহাড়ে আশ্রয় নিয়েছে তারা। জঙ্গিদের ডেরা লক্ষ্য করে শুক্রবার থেকেই মর্টার, রকেট লঞ্চার এবং ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে সেনা। জঙ্গিদের ডেরা গুঁড়িয়ে দিতে এবং তাদের খতম করতে ১০০ ঘণ্টার মধ্যে কয়েকশো মর্টার এবং রকেট লঞ্চার দিয়ে হামলা চালানো হয়েছে।

 

Related articles

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version