Thursday, August 28, 2025

সময় এসেছে গডসে, সাভারকরের সন্তানদের দেশছাড়া করার, সরব ওয়েইসি

Date:

‘নাথুরাম গডসে এবং বীর সাভারকরের সন্তানদের দেশছাড়া করার সময় এসেছে। এবার তাঁদের তাড়ানো উচিৎ।’ ঠিক এই ভাষাতেই আরএসএস(RSS) ও বিজেপিকে(BJP) আরও একবার তোপ দাগলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। তাঁর এহেন মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

জাতীয় সংহতি দিবসে হায়দরাবাদের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একযোগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপির মতাদর্শকে নিশানা করেন ওয়েইসি। সুর চড়িয়ে তিনি বলেন, “বিনায়ক দামোদর সাভারকর এবং নাথুরাম গডসেরা চলে গিয়েছেন। কিন্তু তাঁদের সন্তানরা এখনও এখানেই থাকেন। এবার তাঁদেরকে তাড়িয়ে দেওয়ার সময় এসেছে।” এরপরই সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগে বলেন, ১৯৪৮ সালে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে হায়দরাবাদকে যুক্ত করা নিয়ে ‘মিথ্যে’ বলেছেন শাহ। তাঁর কথায়, “ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে হায়দরাবাদ যুক্ত হওয়ার সময় কোনও রক্ত ঝরেনি। এমনই দাবি করেন অমিত শাহ। কিন্তু তা একেবারে মিথ্যে কথা। অন্তত ২০ হাজার মুসলিমের প্রাণপাতের রক্তাক্ত ইতিহাস জুড়ে রয়েছে এর সঙ্গে।”

একইসঙ্গে তিনি দাবি করেন, এই ঐতিহাসিক ঘটনায় আরএসএসের কোনও ভূমিকা ছিল না। পুরোটাই হয়েছিল নিজামের জমানায়। হায়দরাবাদের সংযুক্তিতে নিজামদের অবদান অবস্বীকার্য। কিন্তু বিজেপি এবং আরএসএস সেই কৃতিত্ব দিতে নারাজ বলে অভিযোগ করেন ওয়েইসির।

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version