Thursday, August 21, 2025

মানিকের বিরুদ্ধে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

নিয়োগ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেই তদন্তের জমা দিতে হবে কেন্দ্রীয় সংস্থাকে।কিছুদিন আগে প্রাথমিকের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, গতিপ্রকৃতি নিয়ে সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার দুপুরের মধ্যে রিপোর্ট মানিককে গ্রেফতার করতে পারবে না সিবিআই। বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানান, শীর্ষ আদালত গ্রেফতার করতে নিষেধ করলেও, তদন্ত বন্ধ করার নির্দেশ দেয়নি। সেই কারণেই সিবিআইয়ের কাছে তদন্ত কতদূর এগোল জানতে চেয়েছেন তিনি। দুপুর ২টোর মধ্যে সিবিআইয়ের রিপোর্ট দেখতে চেয়েছেন বিচারপতি।

এ ছাড়াও, মানিকের বিরুদ্ধে ওএমআর শিট নষ্ট করার অভিযোগও রয়েছে। ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলায় ওএমআর শিট নষ্ট করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। কার নির্দেশে তা নষ্ট করা হয়েছিল, কী ভাবে তা নষ্ট করা হয়েছিল, তা জানতে চেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় মানিককে আদালতে হলফনামা জমা দিতে বলেছিলেন।মানিকের কন্যা তাঁর হয়ে সেই হলফনামা আদালতে জমা দিয়েছিলেন। কিন্তু তা গ্রাহ্য হয়নি।

এরপরে আদালতের নির্দেশ অনুযায়ী, হলফনামা দিতে সশরীরে আদালতে যান মানিক। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। নিয়োগ মামলায় মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং তাঁদের পুত্র শৌভিক ভট্টাচার্যকেও হেফাজতে নেওয়া হয়েছিল। কিছু দিন আগে শতরূপা জামিন পেলেও শৌভিক এখনও জামিন পাননি।

 

 

 

Related articles

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...
Exit mobile version