Monday, November 10, 2025

মন্দিরবাজারে কলেজছাত্রীকে গণধর্ষ.ণকাণ্ডে গ্রে.ফতার ২

Date:

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে কলেজ ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সোমবারই ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে বলে খবর। গতকাল রাতে তাঁদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মর্মা*ন্তিক পরিণতি ৩ শ্রমিকের
পুলিশ সূত্রে খবর, মন্দিরবাজারে কলেজছাত্রীকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণকাণ্ড প্রকাশ্যে আসতেই গা ঢাকা দেয় ওই দুই অভিযুক্ত। পুলিশি তৎপরতায় রবিবার রাতেই অভিযুক্তদের একজনকে ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করে পুলিশ। অন্যজনকে সংগ্রামপুর এলাকা থেকে পাকড়াও করা হয়। এর পাশাপাশি, গতকালই মন্দিরবাজার থানা এলাকার একটি রিসর্ট সিল করে দেয় পুলিশ। ওই রিসর্ট থেকেই কলেজ ছাত্রী ও তাঁর বন্ধুকে জোর করে অটোতে তুলে নেওয়ার অভিযোগ ওঠে ।
প্রসঙ্গত, নির্যাতিতার অভিযোগ গত বুধবার বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন তিনি। সেখানে রাস্তায় তাঁর ওপর চড়াও হয় দুই যুবক। এরপর জোর করে অটোয় তুলে নিয়ে যাওয়া হয় একজনের বাড়িতে। অটোয় চাপিয়ে নিয়ে যাওয়ার সময় থেকে শুরু হয় মারধরের হুমকি। সেখানে বন্ধুকে একটি ঘরে আটকে রেখে জোর করে চলে গণধর্ষণ।পাশাপাশি,আপত্তিকর অবস্থার ছবিও তুলে রাখার হয় বলেই অভিযোগ। এমনকি নির্যাতিতার অভিযোগ ঘটনার পর তাঁকে ও তাঁর বন্ধুকে মারধরও করে অভিযুক্তরা। এমনকি ঘটনার পর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে দাবি করা হয় অর্থও। পাশাপাশি ফোনে চলতে থাকে ক্রমাগত হুমকি। গোটা ঘটনার পর সেদিন রাতেই পুলিশের দ্বারস্থ হয় ওই কলেজছাত্রীর পরিবার। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এরপরই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version