পাঞ্জাবে জনপ্রিয় কংগ্রেস নেতাকে খু.ন,দায় স্বীকার কানাডায় পালানো গ্যাং.স্টারের

পাঞ্জাবে এক কংগ্রেস নেতা খুন হন। নিহত নেতার নাম বলজিন্দর সিংহ বাল্লি। তিনি কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট ছিলেন।খুনের ঘটনার ঘটার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতাকে হত্যার দায় স্বীকার করে নেয় কানাডায় পালানো পাঞ্জাবের গ্যাংস্টার অর্শদীপ সিংহ গিল ওরফে আর্শ দালা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোগা জেলার দালা গ্রামে।

আরও পড়ুনঃ পৃথিবীর মায়া কাটিয়ে এ বার সূর্যের আরও কাছে আদিত্য এল১

৪৫ বছরের বলজিন্দর এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। বলজিন্দর মোগার অজিওয়াল গ্রামের ব্লক সভাপতি ছিলেন তিনি। এলাকায় তিনি ‘নম্বরদার’ নামে পরিচিত ছিলেন।পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে তাঁকে খুন করতে বাইকে করে দু’জন দুষ্কৃতী আসে। এরপর বলজিন্দরকে দুষ্কৃতীরা পর পর দু’টি গুলি করে। একটি গুলি কংগ্রেস নেতার বুকে লাগে। অন্যটি লাগে হাঁটুতে। এক বয়স্ক ব্যক্তি দৌড়ে এসে বলজিন্দরকে ধরে ফেলেন। তাঁর কোলেই সংজ্ঞা হারান কংগ্রেস নেতা। তড়িঘড়ি বলজিন্দরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। ওই দুই দুষ্কৃতীদের খোঁজও চলছে।
এদিকে, এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতা খুনের দায় স্বীকার করে নেয় স্থানীয় গ্যাংস্টার আর্শ দালা।
প্রসঙ্গত, এ বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আর্শ দালাকে জঙ্গি হিসাবে ঘোষণা করে। অতীতে খুন, ডাকাতি, রাহাজানির মতো একাধিক দুষ্কর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুলিশের খাতায় পলাতক আর্শ দালার বিরুদ্ধে।এমনকি, ভারত ছেড়ে কানাডায় পালিয়ে গিয়েও অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে আর্শ দালা।

Previous articleইটের বদলা পাটকেল, কানাডার কূটনীতিককে ভারত থেকে বহিষ্কার নয়াদিল্লির
Next articleসম্পর্কের টানাপোড়েন! খাস কলকাতায় প্রেমিকের বাড়িতে গায়ে আ.গুন, মৃ.ত্যু প্রেমিকার