Thursday, August 28, 2025

বছরে দুবার হায়ার সেকেন্ডারি! কী বলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ?

Date:

এবার থেকে কি বছরে দুবার উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam)পরীক্ষা দিতে হবে? ২০২৪ – ২৫ শিক্ষাবর্ষ থেকে নয়া নিয়ম চালু হচ্ছে বলেই খবর। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানিয়েছেন, ২০২৫-এর নভেম্বর এবং ২০২৬-এর মার্চে দু’বার উচ্চ মাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীকে। দু’টি পরীক্ষার গড় নম্বর নিয়ে তৈরি হবে মার্কশিট। প্রথম লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে । দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন হবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক। ২টির মধ্যে যেটায় পরীক্ষার্থীরা ভালো নম্বর পাবে সেই নম্বরটিই গ্রাহ্য হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রাজ্য সরকারের (Government of West Bengal)কাছে এমন প্রস্তাবই যাচ্ছে।

আগামী বছরের ৫ মে মেডিক্যালে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা় নিট নেওয়া হবে। আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে সর্বভারতীয় নিট পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেছে। সেখানে জানানো হয়েছে, প্রতিবার যেমন ওএমআর শিটে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা হয়, এবারও সেরকমভাবেই হবে। বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকে ভর্তির পরীক্ষা বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েশন নেওয়া হবে ১৫ মে থেকে ৩১ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় ভাবে স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন হবে পরের বছর ১১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত। ইউজিসি নীতের জুন পর্বের পরীক্ষা হবে আগামী বছর ১০ জুন থেকে ২১ জুনের মধ্যে। জয়েন্ট এন্ট্রান্স এর প্রথম পর্বের পরীক্ষা নেওয়া হবে আগামী বছর ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে। দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে। নিট, ইউজি বাদে অন্যান্য কম্পিউটার নির্ভর পরীক্ষার ফল প্রকাশিত হবে পরীক্ষা শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যে। নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশ করা হবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। পরীক্ষার রেজিস্ট্রেশন, সিলেবাস সহ যাবতীয় বিবরণের জন্য পরীক্ষার্থীদের এনটিএ-এর ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version