Thursday, November 6, 2025

পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া: নয়া সংসদ ভবনের নাম প্রস্তাব নরেন্দ্র মোদির

Date:

ঐতিহাসিক পুরানো সংসদ ভবনকে বিদায় জানিয়ে মঙ্গলবার থেকে নয়া সংসদ ভবনে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। স্বাধীনতার ৭৫ বছর পর নতুন সংসদ ভবনে পা রেখে নতুন এবং পুরাতন দুই সংসদ ভবনের নাম প্রস্তাব করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরনো সংসদ ভবনের নাম দেওয়া হয়েছে ‘সংবিধান সদন’। পাশাপাশি নতুন সংসদ ভবনের(New parliament House) নাম ‘পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া’ রাখার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী বলেন, “নতুন সংসদ ভবনের হাত ধরে নতুন ভবিষ্যতের সূচনা হল। ভবিষ্যতের কথা ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে।” পাশাপাশি এদিন সেন্ট্রাল হলের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “ভারত বিশ্বের পঞ্চম অর্থব্যবস্থায় পৌঁছে গিয়েছে। বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থায় পরিণত হবে দ্রুত। আত্মনির্ভর ভারতের সংকল্প পূরণ করতে হবে। কৃষিপ্রধান দেশ ভারত, কৃষিতে আত্মনির্ভরতা আনতে হবে। যুবশক্তির উপর অগাধ বিশ্বাস আছে।”

পাশাপাশি এদিন মহিলা সংরক্ষণ বিল পাশে সংসদের সমস্ত সদস্যকে আহ্বান জানান মোদি। বলেন, আগেও এই বিল পাশের চেষ্টা হলেও যথেষ্ট সংখ্যক সমর্থন মেলেনি। প্রধানমন্ত্রী বলেন, ঈশ্বর আমাকেই এই কাজের জন্য বেছে নিয়েছেন। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর বক্তব্য, কংগ্রেস বরাবর মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করে এসেছে। অপরপক্ষে মোদির বক্তব্য, বাজপেয়ী সরকারের আমলে বিল পেশ করেও তা পাশ করানো যায়নি। মোদি জানান, ইতিমধ্যে ঐতিহাসিক বিলের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রীসভা। তাঁর দাবি, নারী শক্তির বিকাশে আগ্রণী ভূমিকা নিয়েছে বিজেপি সরকার।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version