Saturday, August 23, 2025

পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া: নয়া সংসদ ভবনের নাম প্রস্তাব নরেন্দ্র মোদির

Date:

ঐতিহাসিক পুরানো সংসদ ভবনকে বিদায় জানিয়ে মঙ্গলবার থেকে নয়া সংসদ ভবনে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। স্বাধীনতার ৭৫ বছর পর নতুন সংসদ ভবনে পা রেখে নতুন এবং পুরাতন দুই সংসদ ভবনের নাম প্রস্তাব করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরনো সংসদ ভবনের নাম দেওয়া হয়েছে ‘সংবিধান সদন’। পাশাপাশি নতুন সংসদ ভবনের(New parliament House) নাম ‘পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া’ রাখার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী বলেন, “নতুন সংসদ ভবনের হাত ধরে নতুন ভবিষ্যতের সূচনা হল। ভবিষ্যতের কথা ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে।” পাশাপাশি এদিন সেন্ট্রাল হলের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “ভারত বিশ্বের পঞ্চম অর্থব্যবস্থায় পৌঁছে গিয়েছে। বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থায় পরিণত হবে দ্রুত। আত্মনির্ভর ভারতের সংকল্প পূরণ করতে হবে। কৃষিপ্রধান দেশ ভারত, কৃষিতে আত্মনির্ভরতা আনতে হবে। যুবশক্তির উপর অগাধ বিশ্বাস আছে।”

পাশাপাশি এদিন মহিলা সংরক্ষণ বিল পাশে সংসদের সমস্ত সদস্যকে আহ্বান জানান মোদি। বলেন, আগেও এই বিল পাশের চেষ্টা হলেও যথেষ্ট সংখ্যক সমর্থন মেলেনি। প্রধানমন্ত্রী বলেন, ঈশ্বর আমাকেই এই কাজের জন্য বেছে নিয়েছেন। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর বক্তব্য, কংগ্রেস বরাবর মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করে এসেছে। অপরপক্ষে মোদির বক্তব্য, বাজপেয়ী সরকারের আমলে বিল পেশ করেও তা পাশ করানো যায়নি। মোদি জানান, ইতিমধ্যে ঐতিহাসিক বিলের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রীসভা। তাঁর দাবি, নারী শক্তির বিকাশে আগ্রণী ভূমিকা নিয়েছে বিজেপি সরকার।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version