Friday, November 28, 2025

৬ প্রাণীর নামে ফটকের নামকরণ! কেমন হয়েছে নতুন সংসদ ভবন? জানুন খুঁটিনাটি

Date:

Share post:

নতুন সংসদ ভবনের নাম পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া।ত্রিভূজাকৃতি চারতলা বাস্তুশাস্ত্র মেনে তৈরি এই নতুন সংসদ ভবনের মোট আয়তন ৬৪,৫০০ বর্গ মিটার । সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসাবে, নতুন সংসদ ভবন নির্মিত হয়েছে। ২০২৩ এর ২৮ মে ভবনটির দ্বারোদ্ঘাটন হয়। ২০২০ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ৮৬১ কোটি টাকা ব্যয়ে এই নয়া সংসদ ভবন তৈরির বরাত দেওয়া হয়েছিল টাটা প্রজেক্টস লিমিটেডকে। সংসদের দুই কক্ষে মোট ১২৭২টি আসন রয়েছে। পুরনো সংসদ ভবনটি নতুন ভবনের ঠিক বিপরীতে অবস্থিত। নতুন সংসদের নিম্নকক্ষের নকশা ভারতের জাতীয় পাখি ময়ূর থিমের উপর এবং উচ্চকক্ষ রাজ্যসভার অন্দরের নকশা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের থিমে।রাজ্যসভা এবং লোকসভা কক্ষকে সাজানো হয়েছে দুটি ভিন্ন রঙে।

রাজ্যসভার থিমের রঙ লাল এবং লোকসভার সবুজ। নতুন সংসদ ভবনে একটি ‘অখণ্ড ভারত’এর মানচিত্র রাখা হয়েছে, যেখানে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কা – সব দেশগুলিকেই দেখানো হয়েছে। উল্লেখ্য,প্রাচীন কালে ইরান থেকে বর্তমানের মিয়ানমার, উত্তরে তিব্বত, নেপাল, ভূটান আর দক্ষিণে বর্তমানের শ্রীলঙ্কা – সবই ছিল অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত।

দেশের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উপকরণ নিয়ে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। কার্পেট থেকে শুরু করে কাঠের কাজ প্রতিটা রাজ্যের থেকে নেওয়া হয়েছে। গজ দ্বার, অশ্ব দ্বার, গরুড় দ্বার, মকর দ্বার, শার্দুল দ্বার এবং হংস দ্বার সহ মোট ছয়টি প্রবেশদ্বার রয়েছে নতুন সংসদ ভবনে । নাম অনুযায়ী প্রত্যেকটা দ্বারের প্রবেশপথেই বসানো হয়েছে মূর্তি। সংসদ ভবনে রয়েছে বিশেষ ছয় রক্ষিও। প্রতিবন্ধীরা যাতে অবাধে চলাফেরা করতে পারেন, সেই ব্যবস্থাও করা হয়েছে। সংসদের কেন্দ্রীয় হল বা ‘লাউঞ্জ’টি হলো খোলা প্রাঙ্গণ। যা তৈরি হয়েছে জাতীয় গাছ বট গাছের থিমে।

নতুন সংসদ ভবন তৈরিতে ব্যবহৃত কেশরিয়া মার্বেল পাথর উদয়পুর, লাল গ্রানাইট পাথর অজমেরের লাখা এবং সাদা মার্বেল পাথর রাজস্থানের আমবাজি থেকে আনা হয়েছে। সংসদ ভবনের অন্দরসজ্জায় ভারতের তিনটি জাতীয় প্রতীক পদ্ম, ময়ূর এবং বট গাছকে ফুটিয়ে তোলা হয়েছে।

উভয় কক্ষেই একটি বেঞ্চে পাশাপাশি দুইজন করে সাংসদের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি আসনে থাকছে ডিজিটাল সিস্টেম এবং টাচ স্ক্রিন। লোকসভা এবং রাজ্যসভার ওয়েল থাকছে প্রথম সারির আসনের থেকে অন্তত একফুট নীচে। পাশাপাশি দুই কক্ষেই অধ্যক্ষদের আসনগুলি আগের তুলনায় বেশ উঁচুতে রাখা হয়েছে। দুই কক্ষেই অধ্যক্ষদের আসনের পিছনে অশোকচক্র রয়েছে। বৃষ্টির জল ধরে রাখা এবং রিসাইকল করার ব্যবস্থাও থাকছে। গালিচা এবং সিলিং এ ফুটিয়ে তোলা হয়েছে ময়ূরপুচ্ছর নকশা ।

নতুন সংসদ ভবনে একটি কক্ষ রয়েছে, যেখানে ভারতীয় সংবিধানের পাণ্ডুলিপি রাখা হয়েছে এবং এই কক্ষ অত্যাধুনিক ভাবে সাজানো হয়েছে। এছাড়া, দুই কক্ষের সাংসদদের জন্য একটি লাউঞ্জ, একটি লাইব্রেরি, একাধিক কমিটি রুম, খাবারের জায়গা, পার্কিংয়ের জায়গা এবং সাংসদদের ব্যক্তিগত কক্ষ রয়েছে।

spot_img

Related articles

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...