২৪-এর চমক! লোকসভায় পেশ মহিলা সংরক্ষণ বিল

বিরোধীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল(Woman Reservation Bill)। দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করেন নতুন সংসদ ভবনে। তবে বিশেষ অধিবেশনে মোদি সরকারের(Modi Govt) এই বিল পেশ লোকসভা ভোটের আগে মহিলাদের মন জয় করতেই বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে সংসদে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি(Narendra Modi) বলেন, অটলবিহারী বাজপেয়ীর আমলে বেশ কয়েকবার এই বিল পেশ করা হয়। কিন্তু যথেষ্ট সমর্থনের অভাবে পাশ করানো যায়নি এই বিল। তবে আমি মনে করি ভগবান আমাকেই বেছে নিয়েছেন এই বিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পাল্টা কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর(Adhir Ranjan Chowdhari) বক্তব্য, কংগ্রেস বরাবর মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করে এসেছে। রাজীব গান্ধীর আমলেই মহিলাদের জন্য এমন বিল আনার পরিকল্পনা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী মোদি এখন এই বিল সম্পর্কে ভুল তথ্য দিয়ে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অপরপক্ষে মোদির বক্তব্য, বাজপেয়ী সরকারের আমলে বিল পেশ করেও তা পাশ করানো যায়নি। মোদি জানান, ইতিমধ্যে ঐতিহাসিক বিলের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রীসভা। তাঁর দাবি, নারী শক্তির বিকাশে আগ্রণী ভূমিকা নিয়েছে বিজেপি সরকার। দীর্ঘ আলোচনার পরে মঙ্গলবার দুপুর সওয়া দুটো নাগাদ লোকসভায় পেশ হয়েছে এই বিল। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলটিকে মান্যতা দিয়েছিল। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হতে চলেছে মহিলা সংরক্ষণ বিল।

Previous articleএমএলএসে টরন্টোর বিপক্ষে মাঠে নামবেন মেসি?ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে জল্পনা
Next articleবার্সেলোনার মঞ্চে লগ্নির আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বললেন, বাংলাই এখন দেশের গেম চেঞ্জার