ডে.ঙ্গি-ম্যা.লেরিয়ার পরে এবার আরেক মা.রণরোগের খোঁজ রাজ্যে, সতর্ক প্রশাসন

ডেঙ্গি-ম্যালেরিয়ার উদ্বেগে মধ্যেই এবার নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলল রাজ্য। মঙ্গলকোটের এক বাসিন্দাকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে (ID Hospital) ভর্তি করানো হয়েছে। জ্বর-সহ অন্যান্য উপসর্গ রয়েছে তাঁর।

হাসপাতাল সূত্রে খবর, ওই রোগীকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল এবং পরে বেলেঘাটা আইডি-তে (ID Hospital) পাঠানো হয়। আপাতত তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পুনেতে (Pune)। আক্রান্ত ব্যক্তি কেরালায় শ্রমিকের কাজ করতেন। তাঁর জ্বর-সহ অন্যান্য উপসর্গ রয়েছে।

এখনও পর্যন্ত কেরালা নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত ৬ জনের খোঁজ মিলেছে। তার মধ্যে ২ জন মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিপা ভাইরাসে মৃত্যুর হার ৪০ থেকে ৭০ শতাংশ। এই  ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

 

 

 

Previous articleজয়নগরে অস্ত্র কারখানার হদিশ, ধৃত ১
Next article‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ই কাল! নেতা-ধর্মগুরুদের রো.ষের মুখে পাক মডেল