Monday, May 5, 2025

উৎসবের মেজাজে বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম! মন জিতলেন প্রীতম- রণবীর

Date:

দেশের মাটিতে বিশ্বজয়ের লড়াই শুরু হতে আর সপ্তাহ দুয়েক বাকি। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের দলের প্রস্তুতি আর খামতি খতিয়ে দেখে নিচ্ছেন নির্বাচকরা। ICC একাধিক নির্দেশ দিচ্ছে। কোনও টিম যাতে বাড়তি সুবিধা না পায় সেইদিকে নজর সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)। এসবের মাঝেই এবার প্রকাশ্যে বিশ্বকাপের থিম সং (World Cup Theme Song)। ২০১১ সালে ভারতের মাটিতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপে সকলের মন জয় করেছিল অ্যান্থেম ‘দে ঘুমাকে’। তার ১২ বছর পরে ফের মেগা টুর্নামেন্টে বাজবে ভারতীয় কম্পোজারের তৈরি গান। বুধবার নতুন অ্যান্থেম প্রকাশ করেছে ICC। আজ বুধবার, ২০ সেপ্টেম্বর ঠিক দুপুর ১২টায় লঞ্চ করল গান। সুরকার প্রীতম (Pritam)। পর্দায় দেখা গেল রণবীর সিংকে (Ranveer Singh)। একেবারে উৎসবের মেজাজে ক্রিকেটের উন্মাদনা!

 

নেভি ব্লু রংয়ের শার্ট, সঙ্গে মেরুন ব্লেজার আর মানানসই টুপি- ট্রেনের মধ্যেই ফ্যানেদের উল্লাস। ODI মানেই যে উত্তেজনা তার ঝলক মিলেছে গানের প্রতিটি ছত্রে। বিশেষ এই গানে গলা মিলিয়েছেন এক ঝাঁক ভারতীয় গায়ক-গায়িকা। ভারতীয় সংগীতের সুরের পাশাপাশি গানটিতে রয়েছে পশ্চিমি দুনিয়ার র‍্যাপের ছোঁয়া। গলা মিলিয়েছেন নাকাশ আজিজ, অমিত মিশ্র, জোনিতা গান্ধীর মতো গায়করা। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে মিলে গানের তালে তালে নেচে উঠলেন বলিউড অভিনেতা রণবীর সিং।বিখ্যাত ধারাভাষ্যকার যতীন সপ্রুকেও দেখা গিয়েছে এই ভিডিওতে। বিশ্বকাপের অ্যান্থেম তৈরি করতে পেরে গর্বিত বাঙালি সংগীত পরিচালক প্রীতমও।

এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরের ৫ তারিখ থেকে। আহমদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড। তার আগের দিন ক্যাপ্টেন্স ডে থাকবে। বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই। বড় চমক থাকবে সেখানেও। যদিও আগে থেকে স্পয়লার দিতে নারাজ বোর্ড কর্তারা।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version