Monday, November 3, 2025

উৎসবের মেজাজে বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম! মন জিতলেন প্রীতম- রণবীর

Date:

দেশের মাটিতে বিশ্বজয়ের লড়াই শুরু হতে আর সপ্তাহ দুয়েক বাকি। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের দলের প্রস্তুতি আর খামতি খতিয়ে দেখে নিচ্ছেন নির্বাচকরা। ICC একাধিক নির্দেশ দিচ্ছে। কোনও টিম যাতে বাড়তি সুবিধা না পায় সেইদিকে নজর সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)। এসবের মাঝেই এবার প্রকাশ্যে বিশ্বকাপের থিম সং (World Cup Theme Song)। ২০১১ সালে ভারতের মাটিতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপে সকলের মন জয় করেছিল অ্যান্থেম ‘দে ঘুমাকে’। তার ১২ বছর পরে ফের মেগা টুর্নামেন্টে বাজবে ভারতীয় কম্পোজারের তৈরি গান। বুধবার নতুন অ্যান্থেম প্রকাশ করেছে ICC। আজ বুধবার, ২০ সেপ্টেম্বর ঠিক দুপুর ১২টায় লঞ্চ করল গান। সুরকার প্রীতম (Pritam)। পর্দায় দেখা গেল রণবীর সিংকে (Ranveer Singh)। একেবারে উৎসবের মেজাজে ক্রিকেটের উন্মাদনা!

 

নেভি ব্লু রংয়ের শার্ট, সঙ্গে মেরুন ব্লেজার আর মানানসই টুপি- ট্রেনের মধ্যেই ফ্যানেদের উল্লাস। ODI মানেই যে উত্তেজনা তার ঝলক মিলেছে গানের প্রতিটি ছত্রে। বিশেষ এই গানে গলা মিলিয়েছেন এক ঝাঁক ভারতীয় গায়ক-গায়িকা। ভারতীয় সংগীতের সুরের পাশাপাশি গানটিতে রয়েছে পশ্চিমি দুনিয়ার র‍্যাপের ছোঁয়া। গলা মিলিয়েছেন নাকাশ আজিজ, অমিত মিশ্র, জোনিতা গান্ধীর মতো গায়করা। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে মিলে গানের তালে তালে নেচে উঠলেন বলিউড অভিনেতা রণবীর সিং।বিখ্যাত ধারাভাষ্যকার যতীন সপ্রুকেও দেখা গিয়েছে এই ভিডিওতে। বিশ্বকাপের অ্যান্থেম তৈরি করতে পেরে গর্বিত বাঙালি সংগীত পরিচালক প্রীতমও।

এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরের ৫ তারিখ থেকে। আহমদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড। তার আগের দিন ক্যাপ্টেন্স ডে থাকবে। বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই। বড় চমক থাকবে সেখানেও। যদিও আগে থেকে স্পয়লার দিতে নারাজ বোর্ড কর্তারা।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version