Thursday, August 21, 2025

বিশ্বকাপের আগে গোল্ডেন টিকিট থালাইভার! দক্ষিণী তারকাকে BCCI-এর উপহার

Date:

অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশের মাটিতে বিশ্বকাপের আসর (ICC Cricket WC-2023)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)তরফে ইতিমধ্যেই দেশের নানা খ্যাতনামা ব্যক্তিত্বদের বিশেষ উপহার হিসেবে ‘ গোল্ডেন টিকিট’ দেওয়া হচ্ছে। অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকরের পর এবার এই উপহার পেয়ে গেলেন দক্ষিণী তারকা থালাইভা! বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)নিজে হাতে রজনীকান্তের হাতে এই টিকিট তুলে দিয়েছেন। অর্থাৎ এবার বিশ্বকাপের বিশেষ অতিথি হয়ে গেলেন রজনীকান্ত (Rajnikanth)।

ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সঙ্গে আগেই জুড়েছে বলিউডের ‘জওয়ান’ শাহরুখ খানের (SRK) নাম। থিম সং ভিডিওতে দেখা গেছে রণবীর সিংকে (Ranveer Singh), মিউজিক করেছেন প্রিতম। ক্রমশ বলিউড আর ক্রিকেটের এই বিশ্বকাপের যোগ উজ্জ্বল হচ্ছে। এবার বিশ্বকাপের কোনও ম্যাচ বা সব ম্যাচ যদি দেখতে চান রজনীকান্ত, তবে সেই ব্যবস্থা করবে বোর্ড। সেক্ষেত্রে সপরিবারে খেলা দেখার সুযোগও থাকছে। অতীতে ভারতের বেশ কিছু ম্যাচে দর্শকাসনে খেলতে দেখা গিয়েছে রজনীকান্তকে। এ বার ভারতের প্রথম ম্যাচই রজনীকান্তের নিজের শহর চেন্নাইয়ে। মনে করা হচ্ছে যে থালাইভা সেই খেলা দেখতে মাঠে উপস্থিত হবেন।

গোল্ডেন টিকিট প্রাপকদের তালিকায় আর কারা আছেন তা এখনও স্পষ্ট করছে না BCCI। প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসস্কর এই প্রসঙ্গে বলেন যে, কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনি এবং বিশ্ব অ্যাথলেটিক্সে সোনাজয়ী নীরজ চোপড়াকে এই টিকিট দেওয়া উচিত বলে তাঁর ব্যক্তিগত মত। এমনকি ISRO কর্তার নাম এই তালিকায় রাখার কথাও বলেন তিনি।

Related articles

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...
Exit mobile version