Tuesday, January 13, 2026

পুজোতে কোথায় যাবেন ভাবছেন? ঘুরে আসুন কেরলের এই মডেল গ্রামে!

Date:

Share post:

মাস পেরলেই পুজো (Durga Puja)। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর পুজোর কটা দিনে কী করবেন, কোথায় খাবেন, কী কী কিনবেন সমস্ত প্ল্যান ছকে ফেলেছেন অনেকেই। তবে অনেক মানুষই পুজোর কটা দিন ছুটি পেয়ে তল্পিতল্পা গুছিয়ে বেরিয়ে পড়েন। তবে এবছর পুজোয় কোথায় ঘুরতে যাবেন? তা ঠিক করে না থাকলেও চিন্তার কিছু নেই। হাতে কয়েকটা দিন সময় নিয়ে বেরিয়ে পড়ুন। তবে কোথায় যাবেন ভাবছেন! তাহলে আপনাদের জন্য রইল এই ডেস্টিনেশন।

‘কুম্বালঙ্গি’ (Kumbalangi) কেরলের (Kerala) কোচিনের (Cochin) খুব কাছের একটি দ্বীপ। সবুজে ঘেরা এই গ্রামটিকে ভারতের প্রথম মডেল ফিশারি এবং পর্যটন গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছিল। কুম্বালঙ্গির চারদিকে বাঁধ দিয়ে নদীর জলকে আটকে রাখা হয়েছে। পাশাপাশি দ্বীপের জেখানেই চোখ যাবে সেখানেই নজরে পড়বে চাইনিজ মাছ ধরার জাল। আর সেই জাল স্থানীয় জেলেদের জীবন সম্পর্কে আপনাকে অনেক না জানা কথা বলবে। চিনা জাল ব্যবহার করে মাছ ধরা এই গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ। অন্যদিকে, কুম্বালঙ্গি দ্বীপের গ্রামবাসীদের হাতের কাজ দেখে মুগ্ধ হবেন দর্শনার্থীরা। নারকেল পাতা দিয়ে চমকপ্রদ শিল্পকর্ম, ঝুড়ি তৈরি এবং দড়ি তৈরির মতো বিভিন্ন কাজের সরাসরি প্রদর্শন করে থাকেন তাঁরা। কেরল এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ জনপ্রিয়। সেখানে যেমন, হাউসবোটে থাকতে বা সময় কাটাতে যেকোনও সময়ই পোঁছে যান পর্যটকরা। সবুজ পাহাড়ে ঘেরা এই রাজ্যের রূপ মরসুমের সব সময়ই মানুষের কাছে খুবই আকর্ষণীয়।

কী কী দেখবেন?

  • স্থানীয় নৌকোয় চেপে একাধিক প্রান্ত ঘুরে দেখুন
  • চাউনিজ নেট ব্যবহার করে মাছ ধরার অপূর্ব কৌশল শিখে নিতে পারেন
  • এখানকার শিল্পী গ্রাম অর্থাৎ কালাগ্রামাম পরিদর্শন করুন
  • স্থানীয়দের হাতের কাজ দেখুন এবং তাঁদের থেকে দক্ষতা শিখুন ঐতিহ্যগত দক্ষতা শেখ

কী খাবার খেয়ে দেখবেন?

 ফিশ মলি

অ্যাপাম এবং স্টিউ

করিমিন পল্লিকাথু

কপ্পা বোটি

কোথায় থাকবেন?

এখানে একাধিক ভালো হোটেল ইতিমধ্যে গড়ে উঠেছে। সেখানে আপনি যেমন একাধিক হোম স্টের ফেসিলিটি পাবেন ঠিক তেমনই অনেক বিলাসবহুল রিসর্টও পাবেন। যাওয়ার আগে একবার চেক করে বুক করে যাওয়াই ভালো।

কত খরচ হতে পারে? 

প্রতি কাপলের জন্য দুই রাত তিনদিনের খরচ পড়তে পারে ১২ থেকে ১৫ হাজার টাকা।  

কীভাবে পৌছবেন?

কলকাতা থেকে বিমানে গেলে আপনাকে নামতে হবে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে মাত্র ৪২ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ।

কলকাতা থেকে ট্রেনে যেতে চাইলে আপনাকে নামতে হবে এরনাকুলাম জংশন রেল স্টেশনে। আর সেখান থেকে মাত্র ১২ কিলোমিটার দূরেই আপনি সহজে পৌঁছে যাবেন কোচিনের এই ডেস্টিনেশনে।

 

 

 

 

spot_img

Related articles

যৌনতার ট্যাবু ভেঙে সোশ্যাল মিডিয়ার নির্ভীক কণ্ঠস্বর, জনপ্রিয়তার শিরোনামে গল্পকার সীমা!

ভারতীয় সংস্কৃতিতে যৌনতা (Sex) নিয়ে কথা বলার ক্ষেত্রে বরাবরই একটা ট্যাবু কাজ করেছে। খুব সহজ স্বাভাবিক বায়োলজিক্যাল একটা...

এসআইআর শুনানি ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভ! অবরোধ-বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতি সংশোধনের নামে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায়...

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে...

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...