Thursday, August 28, 2025

ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচে প্লেয়ারদের হাতাহাতি! সাদামাটা খেলে ২-১-এ হারল লাল হলুদ

Date:

বুধবারের মিনি ডার্বিকে (CFL 2023) ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল। ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোর্টিং (East Bengal vs Mohammedan SC) ম্যাচ প্রথমে নৈহাটিতে হওয়ার কথা ছিল। খেলা কিশোর ভারতীতে সরে আসায় উন্মাদনার মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। ম্যাচের দিন সকালেও স্টেডিয়ামের কাউন্টার থেকে সাধারণ মানুষের জন্য টিকিট বিক্রি হয়। কিন্তু বিকেলের মেঘলা আলোয় নিরাশা লাল হলুদ সমর্থকদের মধ্যে। ইস্টবেঙ্গলকে হারিয়ে কলকাতা লিগের শিরোপা জয়ের অনেকটা কাছে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। দিন শেষে খেলার ফলাফল ইস্টবেঙ্গল -১ মহামেডান- ২। মাঠ জুড়ে সাদা কালোর দাপট, জোড়া গোলের ম্যাচের সেরা নিঃসন্দেহে ডেভিড (David Lalhlansanga)। ইস্টবেঙ্গলকে হারিয়ে কলকাতা লিগের শিরোপা জয়ের অনেকটা কাছে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং (Mohammedan SC) । সুপার সিক্সে পরপর দুই ম্যাচে জয় পেল তাঁরা। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্টে মহামেডান স্পোর্টিং আর সেখানে ইস্টবেঙ্গল ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চাপেই থাকল।

আজ ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সাদা কালো শিবির। ৫ মিনিটের মাথায় লালরেমসাঙ্গার বাড়ানো বল ধরে আলতো টোকায় গোল করেন ডেভিড। ১০ মিনিটের মাথায় ফের ঝাঁঝ বাড়ান ডেভিড। ডান উইং থেকে লম্বা রান শুরু করতেই নিরঞ্জন মণ্ডলের ফাউল! মহমেডান এসসি-কে ফ্রিকিক দেওয়া হলেও কোনও রকম অঘটন লাল-হলুদের জন্য ঘটেনি। ৩৯ মিনিটের মাথায় ফের ডেভিডের গোল। প্রথমার্ধে ২ গোলে পিছিয়েও আগ্রাসী মনোভাবের বিন্দুমাত্র লক্ষণ দেখা যায়নি ইস্টবেঙ্গল দলের প্লেয়ারদের মধ্যে। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিন ফুটবলার পরিবর্তন করেন লাল-হলুদের কোচ বিনো জর্জ। ৫৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। হলুদ কার্ড দেখতে হয় ইরশাদকে । ঠিক এক মিনিট পরেই নন্দকুমার পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। সমতা ফেরানোর সুযোগ এরপরে এলেও তা কাজে লাগাতে ব্যর্থ দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলার পরেও অতিরিক্ত ৭ মিনিট খেলার সময় ধার্য করা হয়। কিন্তু সমর্থকদের হতাশ করে গোটা ম্যাচেই কোনও ফিল্ড গোল করতে পারেনি লাল-হলুদ শিবির। এই নিয়ে কলকাতা লিগে ১৭টি গোল করলেন MSC-এর ডেভিড।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । দুই দলের সমর্থকরা বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্লেয়াররা একে অপরকে ধাক্কাধাক্কি করতে শুরু করেন। পরে রেফারি ও কর্মকর্তারা মাঠে নেমে পরিস্থিতি সামাল দেন।


Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version