Thursday, August 21, 2025

বাঙালির জীবনের ষোলো কলা পূর্ণ সেই ১৬ লাইনে। ‘আয়রে ভোলা খেয়াল-খোলা স্বপনদোলা নাচিয়ে আয়,আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়’ – প্রকাশ্যে আসার তারিখটা ছিল ১৯ সেপ্টেম্বর। ৩৫ বছরের সুকুমার রায় (Sukumar Ray)জীবনে বাঁচার সবরকমের রসদ তাঁর কলমের স্পর্শে ছুঁয়ে দিয়ে গেছেন। ১৯২৩ এর ১০ সেপ্টেম্বর অন্য এক সাহিত্যলোকে পাড়ি দেন সুকুমার রায়। সেই বছরেই ঠিক ৯ দিন পরে ‘আবোল তাবোল’ (Abol Tabol)প্রকাশিত হল। আজ ১০০ বছর পেরিয়েও সেই বইয়ের মলাট আর প্রেস কপি জ্বলজ্বল করছে বই বিক্রেতাদের শেলফে। সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের চোখ রাঙানির মাঝে অপ্রতিরোধ্য ‘আবোল তাবোল’। প্রকাশকরা বলছেন, “এতটুকু চাহিদা কমেনি”।

১৯১৫ থেকে ১৯২৩ সালের মধ্যেই ‘আবোল তাবোল’-এর বেশিরভাগ ছড়াই ‘সন্দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আজও যখন ডোরেমন বা সিনচ্যানদের সঙ্গে ছোটা ভীম বা বালবীররা খুদেদের মনের সিংহভাগ দখল করতে চাইছে , ঠিক সেই আবহে আজও বাঙালি বাবা-মা প্রতিদিনই ‘আবোল তাবোল’-এর খোঁজ চালান দোকানদারদের কাছে। সুকুমার রায়ের এই অবিস্মরণীয় সৃষ্টি কি নিছকই ‘শিশুসাহিত্য’? ‘হেড অফিসের বড়বাবু’ কি আজকেও রূপকের আঙ্গিকে এই একই কাণ্ড ঘটান না? সুকুমারের ‘সৎপাত্র’ ২০২৩ সালেও ছড়িয়ে রয়েছেন প্রতি পাড়ার মোড়ে। তাইতো ১০০ বছর পরেও এই বইটা আলোচনার খোরাক জোগায়। ‘কুমড়োপটাশ’ কি আজও না হাসিয়ে পারে? নির্মল বুক এজেন্সির তরফে সুখেন সাহা বলেন, “একদম আগের মতো চাহিদা আছে। আমাদের দু’ধরনের রঙের বই আছে। ফোর কালারের বইটা প্রায় শেষ হয়ে গেল। বাইকালারটা এখনও রয়েছে।”

বর্তমানে পারুল প্রকাশনী আবোল তাবোল প্রকাশ করে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর গৌর দাস সাহা বলেন, “আমাদের আবোল তাবোল রঙিন। সেটা বেশ ভালো চলে। বাবা-মায়েরা বাচ্চাদের জন্য এই বইটা কিনে নিয়ে যান।” কিন্তু কেন এই চাহিদা? একঝলকে মনে হতেই পারে যে আদপে শিশুমন উদ্বেলিত হওয়ার রসদ রয়েছে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের নানা অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, ‘ভয় পেয়োনা, ভয় পেয়োনা, তোমায় আমি মারব না…।’ তাই এখনও বাবা-মায়ের হাত ধরে বাংলা সাহিত্যের আঙিনায় পা রাখতে চলা খুদেরা প্রথমে ‘আবোল তাবোল’-এর দরজাতেই কড়া নাড়ে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version