Thursday, November 6, 2025

২৩ অগাস্ট চাঁদের মাটিতে সফল ভাবে নেমেছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। তারপর রোভার ‘প্রজ্ঞান’ (Pragyan) ১২ দিন ধরে একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছে। চাঁদের মাটিতে নানা খনিজের উপস্থিতির প্রমাণ দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-কে। তারপর চাঁদের বুকে নেমেছে অন্ধকার। ঘুমিয়ে পড়েছে ‘বিক্রম’ (Vikram) আর ‘প্রজ্ঞান’। কিন্তু প্রায় একপক্ষকালের বিশ্রামের পর এবার জেগে ওঠার পালা। আগামী ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে চাঁদের মাটিতে সূর্যের আলো পড়লে কি চোখ খুলবে তাদের? এই আশাতেই অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ। কিন্তু ইসরো কী বলছে? এবার মুখ খুললেন চন্দ্রযান ৩-এর প্রজেক্ট ডিরেক্টর (Project Director)।

সূর্য ডুবলে মাইনাস ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় চাঁদের তাপমাত্রা। এই মারাত্মক ঠান্ডায় ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের কলকব্জা ঠিক থাকবে না বলেই আশঙ্কা। ইসরো বরাবরই জানিয়েছিল যে এই অভিযানের আয়ু মাত্র ১৪ দিনের। সেই কাজ শেষ হয়ে গেছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চন্দ্রযান ৩-এর প্রজেক্ট ডিরেক্টর পালানিভেল ভিরামুথুভেল (Palanivel Veeramuthuvel)বলেন, “১৪ দিনের মধ্যে চাঁদের মাটিতে ল্যান্ডিং এবং সেখান থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে আনাই ছিল চন্দ্রযান ৩-এর মূল লক্ষ্য়। আর সেই লক্ষ্য আমরা সাফল্যের সঙ্গে অর্জন করে ফেলেছি। তবে আমরা এখনও আশাবাদী ১৪ দিন শেষে চাঁদে ফের জেগে উঠবে চন্দ্রযান-৩। সূর্যালোক পেয়ে ফের সক্রিয় হয়ে উঠবে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। যদিও সেই আশা অত্যন্ত ক্ষীণ।” তবে এটাও ঠিক যে সীমিত সময়ের মধ্যে চন্দ্রযান দারুণ কাজ করেছে। চন্দ্রযান-৩ অক্সিজেনের সন্ধান পেয়েছে। যা জলের অস্তিত্বের ইঙ্গিত আরও জোরদার করেছে। চাঁদের মাটিতে জলের উপস্থিতি আগামীদিনে মহাকাশ গবেষণার ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলে, আগামীদিনে চাঁদে মহাকাশযান পাঠানো এবং সেটিকে দীর্ঘদিন সক্রিয় রাখার ক্ষেত্রেও বড়সড় সাফল্য আসবে। ISRO বলছে চাঁদেই লঞ্চিং প্যাড তৈরি করে সেখান থেকে অন্য গ্রহগুলিতে রকেট পাঠানো সম্ভব হয় কি না, তাও গবেষণা করে দেখা হচ্ছে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version