Wednesday, August 13, 2025

পানীয় জলের (Drinking Water) রঙ নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। কালনা (Kalna) পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা গিয়েছে, পানীয় জলের কল থেকে বের হচ্ছে নীল রঙের জল (Blue Water)। আর তা দেখেই বেজায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কালনা পুর এলাকার ১৫ নং ওয়ার্ডে থাকা দুটি বাড়ির টাইমকলে এমনই এক ঘটনায় হতবাক বাড়ির সদস্যরা। বৃহস্পতিবার ঘটনার কথা জানাজানি হতেই পুরকর্মীরা ওই দুই বাড়িতে গিয়ে জলের নমুনা সংগ্রহ করেন। পরে সেই জলের নমুনা সংগ্রহ করে বর্ধমানের (Burdwan) পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

তবে এদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল জানান, “এই ঘটনার সঙ্গে শহরের অন্যান্য ক্ষেত্রে পানীয় জলের কোনও সম্পর্ক নেই। শহরের অন্যান্য জায়গার পানীয় জল ব্যবহার পুরোপুরি নিরাপদ।”

 

অন্যদিকে, কালনা শহরের ১৫ নং ওয়ার্ডের ভাটারপুকুর এলাকায় মহাদেব হালদার ও নীলরতন দাসের পরিবারের সদস্যদের দাবি, তাঁদের বাড়িতে থাকা টাইমকলে জল আসার সময় ও যাওয়ার সময় নীল রঙের জল বের হচ্ছে। এরপরেই তারা বিষয়টি পুরসভার নজরে আনেন। এরপরই তৎপরতার সঙ্গে ওই এলাকায় পুরসভার পক্ষ থেকে পানীয় জলের দায়িত্বে থাকা কর্মীদের পাঠানো হয়। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে জলের নমুনা সংগ্রহ করেন। মহাদেব হালদারের অভিযোগ, চারদিন আগে টাইমকল থেকে নীল জল পড়তে শুরু করে। জল আসার সময় ও যাওয়ার সময় নীল জল পড়ছে। পুরসভাকে বিষয়টি জানানো হয়েছে।

 

 

 

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version