Friday, December 26, 2025

বাংলার বন্দর তৈরিতে প্রযুক্তি ও পরিকাঠামোগত সাহায্য করবে দুবাই

Date:

Share post:

 


কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বঙ্গে বিনিয়োগ টানতে স্পেনের পর এবার দুবাইয়ে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে মরু শহরে পা রাখার পর বিকেলেই এলো সুখবর। এবার রাজ্যে বন্দর তৈরির ক্ষেত্রে পরিকাঠামো ও প্রযুক্তিগত সাহায্য করবে দুবাই। এদিন দুবাইয়ের দুই বন্দর পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীকে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী, দু’দিনের দুবাইয়ে সফরে বৃহস্পতিবার ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যায় বাংলার প্রতিনিধিদল। নেতৃত্বে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড’ দুবাইয়ের শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল থেকে সরাসরি গোটা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সঙ্গে বাণিজ্য চলে। আবার ‘জেবেল আলি বন্দর’ দুবাইয়ের গভীর সমুদ্র বন্দর। দুবাইয়ের এই বন্দরের পরিকাঠামো খতিয়ে দেখেন সরকারি আধিকারিকরা। আগামীদিনে রাজ্যে বন্দর তৈরিতে অত্যাধুনিক দুবাইয়ের এই বন্দরের পরিকাঠামো ও প্রযুক্তিগত সহায়তা কীভাবে কাজে লাগানো যায় তা খতিয়ে দেখেন মুখ্যসচিব ও অন্যান্য আধিকারিকরা। সেখানেই ঠিক হয়, আগামীদিনে রাজ্যে বন্দর তৈরিতে পরিকাঠামো ও প্রযুক্তিগত সাহায্য করবে দুবাই। মরুশহরের বন্দর পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীকে এই সংক্রান্ত রিপোর্টও পেশ করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

এদিকে, শুক্রবার দুবাইতে শিল্প সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অন্যান্য শিল্পসংস্থাগুলির পাশাপাশি লুলু গ্রুপের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। লুলু রিটেল ব‌্যবসায় দুবাইয়ের সিংহভাগ, আবুধাবি ও বিশ্বের নানা প্রান্তে বড় বড় শপিং মল, হোটেল তৈরি করেছে। পাশাপাশি ম‌্যানুফ‌্যাকচারিং ইউনিট ও খ‌াদ‌্য প্রক্রিয়াকরণ শিল্পেও ব‌্যাপক বিনিয়োগ করেছে। বাংলায় হোটেল-শপিং মল ছাড়াও বড় আকারের খাদ‌্য প্রক্রিয়াকরণ শিল্পতালুক গড়তে এরা প্রাথমিকভাবে আগ্রহী। এছাড়াও এই বাণিজ্য সম্মেলনে দুবাইতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। স্পেনের পর এবার দুবাইয়ের পুঁজিপতিদের বাংলায় বিনিয়োগে আগ্রহী করে তোলাই লক্ষ্য মুখ্যমন্ত্রী ও বাংলার প্রতিনিধি দলের।

spot_img

Related articles

লগ্নজিতার পরে এবার অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার গায়িকা মধুবন্তী!

লগ্নজিতার হেনস্থার রেশ কাটতে না কাটতেই ফের হেনস্থার শিকার মধুবন্তী। সোশ্যাল মিডিয়ায় তিক্ত অভিজ্ঞতার জানিয়েছেন জনপ্রিয় গায়িকা মধুবন্তী...

মানবে না হার, তৃণমূল আবার: ছাব্বিশের স্লোগান বেঁধে দিলেন অভিষেক

“মানবে না হার, তৃণমূল আবার। বাঁচতে চাই, বিজেপি বাই।“ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন স্লোগান বেঁধে দিলেন তৃণমূলের...

ফেডারেশনের প্রস্তাবে আপত্তি নেই ক্লাব জোটের, আইসএল নিয়ে কাটছে জট

আইএসএল(ISL) নিয়ে জট কাটছে।  বছর শেষে  অনিশ্চয়তার মেঘ কিছুটা হলেও কাটছে। শুক্রবার ক্লাব জোটের সঙ্গে ফেডারেশনের মেগা মিটিং...

নেতাজির দেহাবশেষ দেশে আনা হোক: ১২৯তম জন্মদিবসের আগে রাষ্ট্রপতিকে চিঠি পরিবারের

জন্মদিবসের প্রাক্কালে নেতাজির দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার দাবি জানালেন তাঁর পরিবারের সদস্যরা। যে দেশনায়ককে নিয়ে প্রচার করে বাংলার...