Thursday, December 25, 2025

প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!বাবার মৃ*ত্যুসংবাদ পোস্ট করতেই শোরগোল

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!পাক্তন মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুসংবাদ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তাঁর ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।স্বভাবতই বিশ্বজুড়ে এই খবর নিয়ে শোরগোল পড়েছে। খবর পাওয়ামাত্রই বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম সরাসরি ট্রাম্পের ছেলের সঙ্গে যোগাযোগ করে। তখন জানা যায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুরহস্য!

আরও পড়ুনঃ ভোটের ফলাফল কারচুপি মামলায় গ্রে.ফতার ডোনাল্ড ট্রাম্প!
প্রথমটাই ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের পোস্ট করা পাক্তন মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুসংবাদ সত্যি মনে করা হলেও পরে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এক্স আকাউন্ট হ্যাক করা হয়েছে। যেখানে একসঙ্গে বহু পোস্টের মধ্যেই ছিল প্রাক্তন প্রেসিডেন্টের মৃত্যুসংবাদ। স্বভাবতই সেই সংবাদ ঘিরে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়।
সম্প্রতি একাধিক কর্মকাণ্ডের কারণে সবার বার শিরোনামে এসেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা বিতর্কিত মন্তব্য বা আচরণ থেকে শুরু করে নিজের দুর্নীতি মামলা থেকে শুরু করে পর্ন তারকার সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে জেলেও যেতে হয়েছে তাঁকে। ২০২৪ সালে ফের একবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলেছেন ট্রাম্প। তার আগেই সোশ্য়াল মিডিয়ায় তাঁর মৃত্যুসংবাদ ঘিরে স্বভাবতই হৈ চৈ পড়ে যায়।
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ‘ভেরিফায়েড’ এক্স অ্যাকাউন্ট থেকেই হঠাৎ একের পর এক টুইট হতে থাকে। একটি টুইটে লেখা হয়, “আমি অত্য়ন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে আমার বাবা ডোনাল্ড ট্রাম্প প্রয়াত হয়েছেন। আমি আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব।”
এই খবরটি পোস্ট হতেই কয়েক মিনিটের মধ্যে প্রায় দু’লক্ষ মানুষ পোস্টটি দেখেন। এবং তা শেয়ার করেন। অনেকেই বিশ্বাস করে নেন যে সত্যিই হয়তো ট্রাম্প মারা গিয়েছেন। তবে কয়েকটি সংবাদমাধ্যম বিষয়টি সত্যতা যাচাই করতে তাঁর ছেলের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় পোস্টটি ভুয়ো। আসলে বহাল তবিয়তেই রয়েছেন ট্রাম্প।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...