এশিয়ান গেমসের আগে ফর্মে ফিরতে বিরাট অনুপ্রেরণায় সিন্ধু

এই নিয়ে সিন্ধু বলেন," আমি বিরাট কোহলির কিছু কিছু সাক্ষাৎকার পড়েছি। ওকে খুঁটিয়ে দেখেছি। যখন আপনি দুঃখে থাকেন, কোনও কিছুই কাজে লাগে না

বিরাট অনুপ্রেরণায় ভারতীয় ব‍্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। হাতে আর মাত্র এক দিন, তারপরই শুরু এশিয়ান গেমস। দীর্ঘদিন ধরে ফর্মে নেই সিন্ধু। গত বছর আগস্টে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর থেকেই ফর্ম নেই ভারতীয় শাটলারের। চোট-আঘাত আরও সমস্যা বাড়িয়েছে। এশিয়ান গেমসে নামার আগে তাই বিরাট কোহলির থেকে অনুপ্রেরণা নিতে চাইছেন সিন্ধু। এদিন এমনটাই জানালেন টোকিও অলিম্পিক্সে পদক জয়ী শাটলার।

এই নিয়ে সিন্ধু বলেন,” আমি বিরাট কোহলির কিছু কিছু সাক্ষাৎকার পড়েছি। ওকে খুঁটিয়ে দেখেছি। যখন আপনি দুঃখে থাকেন, কোনও কিছুই কাজে লাগে না, তখন কীভাবে আরও শক্তিশালী হয়ে ফিরতে হয় সেটা ওকে দেখে শেখার আছে। বিরাটেরও শুরুতে এরকম সমস্যা হয়েছিল। রান পাচ্ছিল না। কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। সে আপনি যত বড় ক্রীড়াবিদই হোন না কেন। সব ক্রীড়াবিদেরই এমন পরিস্থিতি আসে।”

এরপরই সিন্ধু আরও বলেন,”যখন আমি জিতছিলাম তখন সব ঠিকঠাক ছিল। খুশি ছিলাম। কোর্টে ফিরলেই আরও ট্রফি জিততে ইচ্ছা করত। কিন্তু যেদিন হেরে যাই, সেদিন হতাশ থাকি। চাইলেও অনেক সময় ছন্দ ফিরে পাই না। জেতা-হারা দু’রকম দিনই জীবনে আসে। সব সময় তো জেতা যায় না তাই না? চোট সারিয়ে ফিরে এই মুহূর্তে নিজের ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছি।”

আরও পড়ুন:ফিফা র‍্যাঙ্কিং-এ শীর্ষে মেসির দেশ, ১০০ বাইরে টিম ইন্ডিয়া