Thursday, August 21, 2025

দীপাবলিতে রাজধানীতে আতশবাজি উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

দীপাবলিতে কোনও বাজি পোড়ানো যাবে না। এমনকি ‘গ্রিন ক্র্যাকারও’। দূষণ ঠেকাতেই এই পদক্ষেপ বলে আগেই জানিয়েছিল কেজরিওয়াল প্রশাসন। দিল্লি হাইকোর্টও পরিবেশের সুরক্ষার্থে বাজি উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এবার দিল্লি হাইকোর্টের রায়কেউ বহাল রাখল সুপ্রিম কোর্টও। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়,দীপাবলিতে দিল্লিতে আতশবাজির উৎপাদন, বিক্রি নিষিদ্ধ করার পাশাপাশি বেরিয়াম ব্যবহার করে ‘গ্রিন ক্র্যাকার’ তৈরি ও ব্যবহার করার আবেদন খারিজ করে দেয়।

আরও পড়ুনঃএশিয়ান গেমসে যাওয়ার ভিসা পেলেন না অরুণাচলের তিন খেলোয়াড়, চিন সফর বাতিল ক্রীড়ামন্ত্রীর
এদিন শীর্ষ আদালত জানায়, ২০১৮ সালের নিষেধাজ্ঞা সমস্ত কর্তৃপক্ষ দ্বারা যথাযথভাবে প্রয়োগ করা হবে।গত সপ্তাহে, বিচারপতি এ এস বোপান্না এবং এমএম সুন্দ্রেশের একটি বেঞ্চ এই বিষয়ে দু’পক্ষের মতামত শোনার পর বিষয়টিক রায় দেয়।
দিল্লি হাইকোর্ট দীপাবলি উদযাপনের সময় রাজধানীতে আতশবাজির উপর সার্বিক নিষেধাজ্ঞা জারি করে। আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় জনতা পার্টির নেতা ও সাংসদ মনোজ তিওয়ারি ২০২২ সালে দিল্লিতে আতশবাজির উপর নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে। শুনানিতে আদালত আবেদনকারীকে প্রশ্ন করে যে ,তিনি কী বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (সিএসআইআর) উপরে কর্তৃত্ব জাহির করতে চাইছে নাকি ! আদালতের মন্তব্য, প্রাথমিক প্রতিষ্ঠানগুলিকে বিশ্বাস করতে হবে।শুনানির সময় সরকারের পক্ষে উপস্থিত হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বরিয়া ভাটি আদালতকে জানায় যে সরকারী প্রস্তাবে বেরিয়াম নিষিদ্ধ করা হয়েছিল তা ঠিক, তবে এটি ২০১৮ দীপাবলির জন্য ছিল।আদালত মন্তব্য করেছে যে দিল্লিতে ‘গ্রিন ক্র্যাকার’ হোক বা অন্য সব কিছুই এখন নিষিদ্ধ। ভাটি আদালতকে আরও জানান, দিল্লি পুলিশ ২০১৬সাল থেকে আতশবাজির কোনও স্থায়ী লাইসেন্স জারি করেনি। তিনি আদালতকে এও জানান, যে সমস্ত স্থায়ী আতশবাজি উৎপাদন লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে এবং পুলিশ লাইসেন্সধারীদের সমস্ত জায়গা পরিদর্শন করবে।আদালতের পর্যবেক্ষণ ,যে যারা আতশবাজি ফাটাবে তাদের শাস্তি দেওয়াই যথেষ্ট নয়, কর্তৃপক্ষকে এই আতশবাজিগুলির উৎসের সন্ধান করতে হবে।
প্রসঙ্গত, ২০২১ সালে, সুপ্রিম কোর্টের নির্দেশে আতশবাজি ব্যবহারে কোন সার্বিক নিষেধাজ্ঞা ছিল না এবং কেবলমাত্র সেই আতশবাজিগুলি নিষিদ্ধ যা বেরিয়াম লবণ রয়েছে।
প্রতি বছর শীতের মরসুমে দূষণে দমবন্ধকর পরিস্থিতি হয়ে ওঠে দিল্লিতে। এই পরিস্থিতির সূচনা হয় দীপাবলীতে। রাজধানী জুড়ে আতশবাজির তাণ্ডব এক মুহূর্তে বাতাসের পরিস্থিতি একেবারে বদলে দেয়। দীপাবলিতে দিল্লি যাতে ‘গ্যাস চেম্বারে’ পরিণত না হয়, তাই আগেভাগেই কড়া পদক্ষেপ নেয় অরবিন্দ কেজরীওয়ালের সরকার।দিল্লিতে যাতে কাউকে বাজি বিক্রির লাইসেন্স না দেওয়া হয়, সে দিকটাও নজরদারি চালাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
২০১৮ সালে সুপ্রিম কোর্ট ‘গ্রিন ক্র্যাকার’ ব্যবহারে ছাড় দিয়েছিল। কিন্তু পরে দেখা গিয়েছে, ‘গ্রিন ক্র্যাকার’-এর আড়ালে সমস্ত রকম বাজি বিক্রি হচ্ছে। ফলে দূষণ আরও বেড়েছে। তাই এ বার ‘গ্রিন ক্র্যাকার’-এও নিষেধাজ্ঞার পথে হাঁটছেন তাঁরা।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...