Monday, November 10, 2025
মনসুর আলি খান পতৌদি

২০১১
মনসুর আলি খান পাতৌদি
(১৯৪১-২০১১) এদিন (On This Day) প্রয়াত হন। টাইগার পাতৌদি নামে জনপ্রিয় ছিলেন। ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। ২১ বছরেই দেশের অধিনায়কত্ব অর্জন করেন। টেস্ট ক্রিকেটে ছ’টি সেঞ্চুরি করেছেন। অর্ধশতরান ১৭টি। সর্বোচ্চ টেস্ট স্কোর ২০৩। দুর্ঘটনায় ডান চোখের দৃষ্টি হারান। তাই নিয়েই ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে আসা অ্যান্ডি রবার্টসের বল সামলেছেন। ইডিয়োপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস নামক রোগে তাঁর ফুসফুসের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে আসছিল। শেষে তিন সপ্তাহ হাসপাতালে ছিলেন, স্টেরয়েড তাঁর মাংসপেশির অর্ধেকেরও বেশি খেয়ে নিয়েছিল, কিন্তু তখনও হৃৎপিণ্ড দুরন্ত সচল। আইসিইউর ডাক্তাররা বলেছিলেন, এমনটা ওঁরা দেখেননি। এদিন এক দুর্লভ আভিজাত্যে মোড়া ইনিংস যখন শেষ করলেন মনসুর আলি খান পাতৌদি, তখনও ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে, সম্পূর্ণ দৃষ্টিনির্ভর এই খেলায় তিনি একটি চোখ ছাড়াই যে ম্যাজিক দেখিয়ে গেলেন, তা কী করে সম্ভব।

মাইকেল ফ্যারাডে

১৭৯১ মাইকেল ফ্যারাডে
(১৭৯১-১৮৬৭) এদিন (On This Day) ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। বাবা জেমস ছিলেন একজন কর্মকার। বাড়ির কাছে একটি প্রাথমিক স্কুলে কিছুদিন পড়াশোনা করছেন ফ্যারাডে। তারপর আর্থিক অনটনের কারণে মাঝপথেই স্কুল ছেড়ে দিতে হয়। তারপর আর কোনওদিন স্কুলে যাওয়ার সৌভাগ্য হয়নি তাঁর। পরবর্তী কালে তিনি রসায়নবিদ ও পদার্থবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন। তড়িৎচুম্বক তত্ত্ব এবং তড়িৎ রসায়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি প্রতিষ্ঠা করেন যে, চুম্বকত্ব তড়িৎকে প্রভাবিত করে এবং এদের মধ্যে একটি অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। তাঁর প্রধান প্রধান আবিষ্কারের মধ্যে রয়েছে তড়িৎ চুম্বক আবেশ, ডায়াম্যাগনেটিজম, তড়িৎ বিশ্লেষণ তত্ত্ব।

গুরু নানক

১৫৩৯
গুরু নানকের (১৪৬৯-১৫৩৯) তিরোভাব দিবস। শিখ ধর্মের প্রবক্তা ও প্রথম শিখ গুরু। ৫৫ বছর বয়সে করতারপুরে বসবাস শুরু করেন। আমৃত্যু তিনি সেখানেই ছিলেন। মৃত্যুর পর তাঁর মরদেহ নিয়ে হিন্দু-মুসলমানের মধ্যে বিবাদ বাধে, দেহ দাহ হবে না সমাধিস্থ করা হবে তা নিয়ে। পরে চাদর সরালে দেখা যায় সেখানে এক গোছা ফুল পড়ে আছে।

আরও পড়ুন: বাংলায় বন্দর তৈরিতে পাশে দুবাই, বিজিবিএস-এর লক্ষ্য দুয়ারে শিল্প

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

১৯৭০
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (১৮৯৯-১৯৭০) এদিন পরলোক গমন করেন। আইন পাশ করে ওকালতিতে মনোনিবেশ করেন। কিন্তু তিন বছরের মধ্যে ওকালতিতে ইতি টেনে সাহিত্য সৃষ্টিতে মন দেন। ১৯৩৮-এ হিমাংশু রায়ের ডাকে সাড়া দিয়ে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন। ১৯৫২তে আবার সাহিত্যের জগতে ফিরে আসেন। তাঁর ছোটগল্প, বড়গল্প, উপন্যাস ছাড়াও ডিটেকটিভ কাহিনি বিশেষভাবে জনপ্রিয়। ব্যোমকেশ ও বরদা তাঁর সৃষ্ট দুটি ডিটেকটিভ চরিত্র। ইতিহাস আশ্রিত উপন্যাসের মধ্য ‘গৌড়মল্লার’ ও ‘তুঙ্গভদ্রার তীরে’ বিশেষ উল্লেখের দাবি রাখে। শেষজীবনের অনেকটা অংশ কাটিয়েছেন মুম্বইয়ে। ফলে পশ্চিমঘাট পর্বত ও তার অধিবাসীরা শরদিন্দুর রচনায় স্থান পেয়েছে।

ন্যাশনাল জিওগ্রাফিকাল ম্যাগাজিন

১৮৮৮ ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন
এদিন যাত্রা শুরু করে। সারা বিশ্বে প্রায় ৬০ লক্ষ মানুষ এই মাসিক পত্রিকার পাঠক। মুদ্রিত সংস্করণের পাশাপাশি এখন অনলাইন সংস্করণ পাওয়া যায়। দুর্দান্ত ফোটোগ্রাফির জন্য এই পত্রিকার খ্যাতি সুবিদিত।

বিভু ভট্টাচার্য

২০১১ বিভু ভট্টাচার্য (১৯৪৪ -২০১১) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টেলিভিশন ও সিনেমার অভিনেতা। সন্দীপ রায় পরিচালিত ফেলুদা কাহিনির সিনেমা ও টেলিসিরিজে জটায়ুর ভূমিকায় অভিনয়ের জন্য তিনি সুখ্যাতি ও পরিচিতি লাভ করেন।

 

 

 

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version