Thursday, August 28, 2025

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সময়সূচিতে বড় বদল, কতক্ষণ মিলবে পরিষেবা?

Date:

রাজ্যের শ্রমিক থেকে শুরু করে দিনমজুরদের কথা মাথায় রেখে এবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সময়সূচিতে বড় বদল (Major changes in primary health center schedule)আনল রাজ্য সরকার (Government of West Bengal)। এতদিন পর্যন্ত সপ্তাহে চার দিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি (primary health centre)খোলা থাকত। কিন্তু সেই সময় মানুষ কাজের মধ্যে থাকেন ফলে স্বাস্থ্য পরিষেবার (health services)সুবিধা নেওয়া সম্ভব নয়। তাই এবার থেকে সপ্তাহে দুপুর ২ টো থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেখানে পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এই বিজ্ঞপ্তি জারি করেছেন। জেলা শাসক এবং কলকাতার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে প্রতিটি আর্বান কমিউনিটি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, আর্বান হেলথ সেন্টারের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে।

সাধারণত দিনমজুররা সারাদিন কাজ করার ফলে তারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সময় পান না। আবার কাজের ফাঁকে চিকিৎসা পরিষেবার জন্য ছুটি চাইলে মাইনে কাটা হয়। ফলে বাধ্য হয়েই বেশি টাকা খরচ করে তাঁদের বেসরকারি হাসপাতালে যেতে হয়। আবার টাকার অভাবে বহু শ্রমিক চিকিৎসা করাতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই সরকারের এই উদ্যোগ। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ডিউটির রোস্টার নতুন করে তৈরি করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version