Monday, December 15, 2025

মুক্তি পেল অনিন্দ্যশহরের সুরে পুজোর গান ‘গান হয়ে এসো’

Date:

মুক্তি পেল অনিন্দ্যশহরের সুরে পুজোর গান ‘গান হয়ে এসো’। শিল্পী কুমার সঞ্জয়। পুজোর গানের ধারা মাথায় রেখে একটা প্রেমের গান উপহার দিলেন অনিন্দ্যশহর ও কুমার সঞ্জয়। অনিন্দ্য বোস তাঁর বাংলা ব্যান্ড শহর এর গানের জন্য প্রসিদ্ধ। বেশ কিছু বছর হয়ে গেল গানের সাথে গানের মিউজিক ভিডিও প্রকাশ করার চল। এই গানের ক্ষেত্রে সেটা শুধু রেকর্ডিং সেশনের ভিডিও দিয়ে গানের ভিডিওটা তৈরি করা হয়েছে।এর একটাই উদ্দেশ্য শ্রোতাদের ভাবার অবকাশ দেওয়া। গান শুনে শ্রোতাদের নিজেদের গানের বিষয়টা নিজেদের মনে যাতে ভিজুয়্যালাইজ করতে পারেন।

গানের শালবনে পূর্নিমার রাত! এই অপার্থিব অনুভূতির অভিজ্ঞতা বোধহয় কমবেশি প্রত্যেক বাঙালির জীবনেই একবার হলেও হয়েছে|আর এই মোহময় প্রাকৃতিক মুহূর্তে মনে জেগে ওঠে এক তৃষ্ণা! নিজের ভালবাসার মানুষটা কে কাছে পাওয়ার…পাশে পাওয়ার আকাঙ্খা| রুপোলি বনের পথ ধরে প্রেমাস্পদ কে নিয়ে কিছুদূর হেঁটে যাওয়া…কথাহীন সেই পথচলা| নীরবতাই সেখানে কথা বলে…জানান দেয় আকুল আকুতির|সেই অনাবিল মুহূর্তের সাক্ষী থাকে দুধারের শালবন আর রুপোর থালার মতো গোল চাঁদ!
এক অদ্ভূত রোম্যান্টিকতায় ভরে ওঠে আমাদের প্রেমিক মন! আর এই অভিসারের আবেদন নিয়েই এবছর পুজোয় প্রকাশ পেল কুমার সঞ্জয়ের নতুন বাংলা গান,’গান হয়ে এসো’।

গানের কথা ও সুর বাংলা ব্যান্ড ‘শহর’-এর অনিন্দ্য বোসের| গেয়েছেন কুমার সঞ্জয়|সঙ্গীতায়োজন মৈনাক রায় ও অনিন্দ্যর। গানটা প্রকাশ পেল কুমার সঞ্জয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কুমার সঞ্জয় অফিসিয়াল’ এ।
আর এই গানে অনিন্দ্য সৃষ্ট ‘বেলা বোস’ খ্যাত চন্দ্রিকারও গানের লিরিকের ক্ষেত্রে সুন্দর কিছু সংযোজনা রয়েছে।

‘গান হয়ে এসো’ নিয়ে স্রষ্টাদের প্রত্যেকেই অত্যন্ত আশাবাদী। অনিন্দ্য বোস বললেন, ” পুজোর গানের অনেক স্মৃতি আছে। অনেকটা সময় পেরিয়েছে।এখন ইউটিউবে গান রিলিজ হয়। এখন গান শোনার সাথে দেখার বিষয়ও বটে। তবে এখানে গানের কথা অনুযায়ী মিউজিক ভিডিও বানানো হয়নি। গান শুনে শ্রোতারা নিজেদের মনে ভিজুয়্যালাইজ করুন সেটাই চাই। আশা করি গানটা সবার ভালো লাগবে।” কুমার সঞ্জয় জানান,” একটা মিষ্টি গান। অনিন্দ্য দার কথায় -সুরে গানটা করতে পেরে খুব ভালো লাগলো।”

আরও পড়ুন- মোহভঙ্গ! বিজেপি ত্যাগের ঘোষণা শুভেন্দু ঘনিষ্ঠ নন্দীগ্রামের সেই প্রলয়ের

Related articles

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...

রেকর্ড ভিড়ের আশঙ্কায় গঙ্গাসাগরে রিস্ট ব্যান্ড! ভিআইপি সংস্কৃতিতে না মুখ্যমন্ত্রীর

এবার কুম্ভ মেলা না হওয়ায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।...

জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর (Bangladeshi Navy Allegation)। ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা -১১...
Exit mobile version