অসু.স্থ পরিযায়ী শ্রমিকের দেহে মেলেনি নিপা ভা.ইরাস, স্বস্তি রিপোর্টে

ডেঙ্গি-ম্যালেরিয়ার উদ্বেগের মধ্যেই রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু স্বস্তি মিলল শুক্রবার। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন পরিযায়ী শ্রমিকের দেহে মেলেনি নিপা ভাইরাসের উপস্থিতি। জানাল পুনের (Pune)ল্যাবরেটরি।

কেরালা থেকে ফিরেছিলেন মঙ্গলকোটের বাসিন্দা ওই যুবক। জ্বর-সহ অন্যান্য উপসর্গ থাকায় ওই রোগীকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল এবং পরে বেলেঘাটা আইডি-তে (ID Hospital) পাঠানো হয়। তাঁকে আইসোলেশনে রাখা হয়। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় পুনেতে (Pune)।

পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষায় ছিল স্বাস্থ্য দফতর। অবশেষে শুক্রবার সেই রিপোর্ট এসেছে। স্বাস্থ্যভবনের তরফে রিপোর্ট প্রকাশ করে জানানো হয়, নিপা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। ফলে কিছুটা স্বস্তিতে স্বাস্থ্য দফতর। তবে, সতর্ক প্রশাসন।

আরও পড়ুন: দশ বছরেও মহিলা বিল বাস্তবায়িত হবে না: মোদি সরকারকে তোপ রাহুলের