Thursday, August 21, 2025

স.নাতন ধর্ম নিয়ে মন্তব্য করে বিপাকে! স্ট্যালিন পুত্রকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত

Date:

সনাতন ধর্ম (Sanatana Dharma) নিয়ে মন্তব্যের জের! এবার তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে (Udaynidhi Stalin) নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে শুধু উদয়নিধিই নন, পাশাপাশি তামিলনাড়ু সরকারের পাশাপাশি এ রাজা সহ আরও ১৪ জনকেও নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। কয়েকদিন আগে সনাতন ধর্ম নিয়ে স্ট্যালিন-পুত্রের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তোলে বিজেপি। তাঁর মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টে উদয়নিধির বিরুদ্ধেও দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলা (PIL)। তবে উদয়নিধি ছাড়া বাকি যে ১৪ জনকে নোটিস ধরানো হয়েছে, তাদের মধ্যে তামিলনাড়ুর সরকার, তামিলনাড়ু পুলিশ এবং সিবিআই (CBI) রয়েছে বলে খবর। পাশাপাশি বিতর্কিত মন্তব্য নিয়ে তাঁদের মতামত জানতে চাওয়া হয়েছে।

সম্প্রতি সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়ে তাঁকে বলতে শোনা যায়, কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। আর এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র আক্রমণের মুখ পড়েন স্ট্যালিনপুত্র। ঘটনায় স্ট্যালিনপুত্রের শিরচ্ছেদের হুঁশিয়ারিও দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন, একথা বলার পাশাপাশি কেউ এই কাজ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেন। তবে এমন হুমকিতেও নিজের অবস্থানে অনড় উদয়নিধি। তিনি সাফ জানান, যে পরিপ্রেক্ষিতে এ কথা বলেছিলেন তিনি, প্রয়োজনে ফের একই কথা বলবেন।

ঘটনার সূত্রপাত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। এর আগে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী-পুত্রের মন্তব্যকে ঘৃণ্য ভাষণের মামলায় যুক্ত করার আবেদন জানান মামলাকারী। যদিও তার সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুতে একটি অনুষ্ঠানে উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে সনাতন ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ ওঠে। তিনি সনাতন ধর্মকে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে নির্মূলের ডাক দেন বলে দাবি। তবে এবার সেই মন্তব্যের জন্য উদয়নিধিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।

 

 

 

 

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version