Sunday, November 2, 2025

স.নাতন ধর্ম নিয়ে মন্তব্য করে বিপাকে! স্ট্যালিন পুত্রকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত

Date:

সনাতন ধর্ম (Sanatana Dharma) নিয়ে মন্তব্যের জের! এবার তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে (Udaynidhi Stalin) নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে শুধু উদয়নিধিই নন, পাশাপাশি তামিলনাড়ু সরকারের পাশাপাশি এ রাজা সহ আরও ১৪ জনকেও নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। কয়েকদিন আগে সনাতন ধর্ম নিয়ে স্ট্যালিন-পুত্রের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তোলে বিজেপি। তাঁর মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টে উদয়নিধির বিরুদ্ধেও দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলা (PIL)। তবে উদয়নিধি ছাড়া বাকি যে ১৪ জনকে নোটিস ধরানো হয়েছে, তাদের মধ্যে তামিলনাড়ুর সরকার, তামিলনাড়ু পুলিশ এবং সিবিআই (CBI) রয়েছে বলে খবর। পাশাপাশি বিতর্কিত মন্তব্য নিয়ে তাঁদের মতামত জানতে চাওয়া হয়েছে।

সম্প্রতি সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়ে তাঁকে বলতে শোনা যায়, কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। আর এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র আক্রমণের মুখ পড়েন স্ট্যালিনপুত্র। ঘটনায় স্ট্যালিনপুত্রের শিরচ্ছেদের হুঁশিয়ারিও দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন, একথা বলার পাশাপাশি কেউ এই কাজ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেন। তবে এমন হুমকিতেও নিজের অবস্থানে অনড় উদয়নিধি। তিনি সাফ জানান, যে পরিপ্রেক্ষিতে এ কথা বলেছিলেন তিনি, প্রয়োজনে ফের একই কথা বলবেন।

ঘটনার সূত্রপাত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। এর আগে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী-পুত্রের মন্তব্যকে ঘৃণ্য ভাষণের মামলায় যুক্ত করার আবেদন জানান মামলাকারী। যদিও তার সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুতে একটি অনুষ্ঠানে উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে সনাতন ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ ওঠে। তিনি সনাতন ধর্মকে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে নির্মূলের ডাক দেন বলে দাবি। তবে এবার সেই মন্তব্যের জন্য উদয়নিধিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।

 

 

 

 

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...
Exit mobile version