Monday, August 25, 2025

মুখ্যমন্ত্রীর উদ্যোগ, বাজারে তন্তুজের ৬ অভিনব নামের নয়া ডিজাইনের শাড়ি

Date:

দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই। বিকিকিনি চলছে পুরোদমে। পুজোর মুখে ক্রেতা টানতে বাজারে ৬ রকমের নতুন ডিজাইনে শাড়ি এনেছে তন্তুজ (Tantuja)। শুধু নতুন নকশাই নয়, প্রতিটি শাড়ির আলাদা আলাদা নামও রয়েছে। স্বপ্নিল, বনবালা, মুক্ত বিহঙ্গ, সহচরী, চতুরঙ্গ, বলাকা। বাজারে আসা মাত্র শাড়িগুলি হট কেকের মত বিক্রি হচ্ছে।

রাজ্যের মন্ত্রী তথা তন্তুজর স্পেশ্যাল অফিসার স্বপন দেবনাথ (Swapan Debnath) শাড়িগুলির নামকরণ করেছেন। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তখন রাজ্য সরকারের সংস্থা তন্তুশ্রী উঠে গিয়েছে। তন্তুজ ধুঁকছে। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগেই বাংলার তাঁতশিল্পে বিপ্লব এসেছে। চাঙ্গা হয়েছে তাঁত ও তাঁতি। মুখ্যমন্ত্রী নেতৃত্বেই বাংলার তাঁতের শাড়ি, বাংলার নকশার খ্যাতি রাজ্যে ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে দুনিয়াজুড়ে।

নজরকাড়া রঙের জমি, নকশা পাড় আর মনোহর ডিজাইনের জন্যই বাজার মাতাচ্ছে নয়া এই ৬ রকমের শাড়িগুলি। কলকাতার সল্টলেকে তন্তুজের ডিজাইন সেন্টারে ৬টি শাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে। শুরু হয়েছে রাজ্যের অন্যান্য প্রান্ত ও ভিনরাজ্যের তন্তুজর বিভিন্ন শো-রুমে পাঠানো।

আরও পড়ুন: অপহৃ.ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্র! শুরু পুলিশি তদন্ত

প্রতি বছরই উৎসবের মরশুমে নতুন ভাবনার ডিজাইন, নকশার শাড়ি আমদানি করে বাজার মাতায় তন্তুজ। এবারের নয়া নিবেদন বাংলার তাঁতশিল্পীদের হস্তচালিত তাঁতে বোনা নকশাপাড়ের এই ৬টি সুতির শাড়ি। শাড়িগুলি রঙ ও ডিজাইনের বৈচিত্র্যে একে অন্যকে টেক্কা দিচ্ছে। সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে শাড়িগুলির দাম ঠিক করা হয়েছে। নীল রঙের উপর নকশা পাড়ের স্বপ্নিল, হলুদ রঙের সহচরী, গোলাপি রঙের উপর সুতোর কাজ করা মুক্ত বিহঙ্গ, সাদা রঙের জমির উপর বোনা বনবালা আর দাবার গুটি থাকা চতুরঙ্গ।

তন্তুজর প্রোকিওরমেন্ট অফিসার অরূপ অধিকারী জানান, প্রতিবছরই তন্তুজর শাড়িতে নতুন চমক থাকে। সেই বিষয়টি মাথায় রেখেই মিহি সুতো দিয়ে তাঁতে বোনা নকশাপাড়ের সুতির শাড়িগুলি বানানো হয়েছে। স্বপ্নিল, বনবালা, মুক্ত বিহঙ্গ, সহচরী, চতুরঙ্গ, বলাকা স্বপন দেবনাথের (Swapan Debnath) আবেদন, দুর্গোৎসবের পঞ্চমী থেকে দশমী ৬ দিনে তন্তুজর ৬টি শাড়ি পরুন। বাংলার তাঁত আর তাঁতিদের অক্সিজেন জোগান। এই শাড়িগুলির পাশাপাশি তন্তুজের অন্যান্য বাজার চলতি শাড়িগুলিও বিভিন্ন শো-রুমে থাকছে।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version